১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নয়া প্রেসিডেন্ট জাসের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক বহুপাক্ষিক উন্নয়ন আর্থিক সংস্থা ’ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের’ নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সউদি আরবের প্রাক্তন অর্থ ও পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ সুলাইমান আল জাসের। আল জাসেরই পরবর্তী পাঁচ বছরের জন্য ইসলামিক ব্যাঙ্কের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। আল জাসেরের নিয়োগ নিশ্চিত করতে জুলাইয়ের ৬ তারিখে এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের বোর্ড অফ গভর্নররা একটি খসড়া প্রস্তাব পাস করেছিলেন। আলজাসের ক্যালিফোর্নিয়া  বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিইএইচডি করেছেন এবং বর্তমানে তিনি সউদি আরবের মন্ত্রীপরিষদের সাধারণ সচিব– তাঁর একটি মন্ত্রী পদও রয়েছে। প্রসঙ্গত– ইসলামি ব্যাঙ্কটিতে সউদি আরব– তুরস্ক– মিশরসহ বিশ্বের ৫৭টি মুসলিম দেশের শেয়ার রয়েছে। ব্যাঙ্কটি অর্গানাইজেন অফ ইসলামি কোঅপারেশন বা (ওআইসি) দ্বারা ১৯৭৩ সালে প্রতিষ্ঠা পায় এবং তার দু’বছর পর থেকে কার্যক্রম শুরু করে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কটি ইসলামি নিয়ম মেনে ৫৭টি মুসলিম দেশের সামাজিক ও আর্থিক উন্নয়নে কাজ করে চলেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নয়া প্রেসিডেন্ট জাসের

আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক বহুপাক্ষিক উন্নয়ন আর্থিক সংস্থা ’ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের’ নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সউদি আরবের প্রাক্তন অর্থ ও পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ সুলাইমান আল জাসের। আল জাসেরই পরবর্তী পাঁচ বছরের জন্য ইসলামিক ব্যাঙ্কের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। আল জাসেরের নিয়োগ নিশ্চিত করতে জুলাইয়ের ৬ তারিখে এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের বোর্ড অফ গভর্নররা একটি খসড়া প্রস্তাব পাস করেছিলেন। আলজাসের ক্যালিফোর্নিয়া  বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিইএইচডি করেছেন এবং বর্তমানে তিনি সউদি আরবের মন্ত্রীপরিষদের সাধারণ সচিব– তাঁর একটি মন্ত্রী পদও রয়েছে। প্রসঙ্গত– ইসলামি ব্যাঙ্কটিতে সউদি আরব– তুরস্ক– মিশরসহ বিশ্বের ৫৭টি মুসলিম দেশের শেয়ার রয়েছে। ব্যাঙ্কটি অর্গানাইজেন অফ ইসলামি কোঅপারেশন বা (ওআইসি) দ্বারা ১৯৭৩ সালে প্রতিষ্ঠা পায় এবং তার দু’বছর পর থেকে কার্যক্রম শুরু করে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কটি ইসলামি নিয়ম মেনে ৫৭টি মুসলিম দেশের সামাজিক ও আর্থিক উন্নয়নে কাজ করে চলেছে।