১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিজের লেখা বই বিক্রির টাকা করোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন চিকিৎসক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জুন ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক:  পশ্চিম বর্ধমান জেলার রেল শহর চিত্তরঞ্জনের প্রধান স্বাস্থ্য কেন্দ্র কস্তুরবা গান্ধির অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম কুমার নস্করের স্বরচিত কবিতার বই “উষার আলো” উদ্ধোধন হল শুক্রবার। স্বাস্ব্য কেন্দ্রের নিজস্ব প্রেক্ষাগৃহে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির উদ্ভোধন হয়। অসীম বাবু জানান, এই নিয়ে তিনি মোট কুড়িটি কবিতার বই লিখেছেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে জায়গা করে নেওয়া এই বইটির থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ করোনা যোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

শিল্পাঞ্চলের উল্লেখযোগ্য সমাজ কল্যাণ সংস্থা ‘নস্কর চ্যারিটিবিল’ এর প্রতিষ্ঠাতা অসীমবাবুর এই উদ্যোগে এলাকার সকলেই খুশি।

গরীবদের সাহায্য করার জন্য ডা: অসীম কুমার নস্কর তৈরি করেছেন ‘NASKAR CHARITABLE HEALTH CAMP’  নামে একটা সংস্থা। সেখানে ঘরের কাজ,  রান্না বান্না,  টেলারিং এর কাজ, উল বোনার কাজ হয়। চিকিৎসার পাশাপাশি তিনি একজন শিল্পী। শিখেছেন তবলা বাজানো। ভালোবাসেন পড়তে,  লিখতে, গান শুনতে,  ছবি আঁকতে, বাগান করতে এবং ভ্রমণ করতে। পড়াশোনা,  কর্মক্ষেত্র এবং  দাতব্য চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে তাঁকে সাম্মানিক পুরস্কারও দেওয়া হয়।

‘জীবনমুখী’  তাঁর প্রথম কবিতা গ্রন্থ এবং ‘প্রাণবন্ত’ তাঁর দ্বিতীয় কাব্য গ্রন্থ। তাঁর তৃতীয় কাব্য গ্রন্থ  প্রবাহমান।  তিনি শিশুদের জন্য লিখেছেন

Children’s Easy Lesson-English,  Math, General awareness & Misc. Knowledge. এছাড়া তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ‘উপহার অঞ্জলি’, ‘পঞ্চাশ প্রতিবাদ’, ‘আত্ম জীবনাঞ্জলী’  ‘সমাজ দর্পণ’, ‘ঊষার আলো’ ইত্যাদি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিজের লেখা বই বিক্রির টাকা করোনা যোদ্ধাদের উৎসর্গ করলেন চিকিৎসক

আপডেট : ২৫ জুন ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  পশ্চিম বর্ধমান জেলার রেল শহর চিত্তরঞ্জনের প্রধান স্বাস্থ্য কেন্দ্র কস্তুরবা গান্ধির অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম কুমার নস্করের স্বরচিত কবিতার বই “উষার আলো” উদ্ধোধন হল শুক্রবার। স্বাস্ব্য কেন্দ্রের নিজস্ব প্রেক্ষাগৃহে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির উদ্ভোধন হয়। অসীম বাবু জানান, এই নিয়ে তিনি মোট কুড়িটি কবিতার বই লিখেছেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে জায়গা করে নেওয়া এই বইটির থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ করোনা যোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

শিল্পাঞ্চলের উল্লেখযোগ্য সমাজ কল্যাণ সংস্থা ‘নস্কর চ্যারিটিবিল’ এর প্রতিষ্ঠাতা অসীমবাবুর এই উদ্যোগে এলাকার সকলেই খুশি।

গরীবদের সাহায্য করার জন্য ডা: অসীম কুমার নস্কর তৈরি করেছেন ‘NASKAR CHARITABLE HEALTH CAMP’  নামে একটা সংস্থা। সেখানে ঘরের কাজ,  রান্না বান্না,  টেলারিং এর কাজ, উল বোনার কাজ হয়। চিকিৎসার পাশাপাশি তিনি একজন শিল্পী। শিখেছেন তবলা বাজানো। ভালোবাসেন পড়তে,  লিখতে, গান শুনতে,  ছবি আঁকতে, বাগান করতে এবং ভ্রমণ করতে। পড়াশোনা,  কর্মক্ষেত্র এবং  দাতব্য চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে তাঁকে সাম্মানিক পুরস্কারও দেওয়া হয়।

‘জীবনমুখী’  তাঁর প্রথম কবিতা গ্রন্থ এবং ‘প্রাণবন্ত’ তাঁর দ্বিতীয় কাব্য গ্রন্থ। তাঁর তৃতীয় কাব্য গ্রন্থ  প্রবাহমান।  তিনি শিশুদের জন্য লিখেছেন

Children’s Easy Lesson-English,  Math, General awareness & Misc. Knowledge. এছাড়া তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ‘উপহার অঞ্জলি’, ‘পঞ্চাশ প্রতিবাদ’, ‘আত্ম জীবনাঞ্জলী’  ‘সমাজ দর্পণ’, ‘ঊষার আলো’ ইত্যাদি।