জার্মানির ওয়েজবার্গে ছুরি নিয়ে হামলা, নিহত কমপক্ষে তিন,আশঙ্কাজনক পাঁচ জন
- আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ জার্মানির ওয়েজবার্গ শহরে ছুরি নিয়ে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এই কথা জানা যাচ্ছে।
হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ওই ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালাচ্ছেন।
হামলাকারীর নামপরিচয় বিস্তারিত কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহভাজন ওই ব্যক্তি সোমালিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ২৪ বছর।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হলে তাৎক্ষণিকভাবেই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
হামলাকারীকে গ্রেফতারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীটির দাবি। টুইটে পুলিশ জানায়, ‘একজন হামলাকারী ছিল। দ্বিতীয় আর কেউ নেই বলেই ধারণা করা হচ্ছে। পরে আরও তথ্য জানানো হবে।’আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হেরমান।