ঠোঁটের কালচে ভাব দূর করতে জেনে নিন কয়েকটি ঘরোয়া উপায়
- আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: অত্যধিক ধূমপান, শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, অ্যালার্জি, অতিরিক্ত রোদে ঘোরা, কফি খাওয়া, লিপস্টিক ব্যবহার করার কারণে ঠোঁট কালো হয়ে যেতে পারে। এছাড়াও, অ্যানিমিয়া এবং ভিটামিনের অভাবের জন্য এমন সমস্যা দেখা দিতে পারে। বহু মহিলাই এই সমস্যায় ভোগেন।
কিন্তু কী করলে ঠোঁটের কালচে ভাব (Dark Lips) কেটে গিয়ে ঠোঁট আবার নিজের রঙ ফিরে পাবেন? কীভাবে কালো ঠোঁটের সমস্যা দূর করবেন তার জন্য জেনে নিন কয়েকটি ঘরোয়া উপায়
১। টমেটোর রস প্রতিদিন নিয়ম করে ঠোঁটে লাগালে দূর হয়ে যাবে ঠোঁটের কালচে ভাব।
২। ঠোঁটের কালো দাগ দূর করতে প্রত্যেকদিন ঠোঁটে কিছুক্ষণ মধু লাগিয়ে রাখুন। ঠোঁট নরমও থাকবে আর কালচে ভাবও দূর হয়ে যাবে।
৩। লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে ঘষলে দূর হয়ে যাবে ঠোঁটের কালচে দাগ।
৪) প্রত্যেকদিন দুধ বা টক দই তুলোয় করে ঠোঁটে লাগান। ঠোঁটের কালচে ভাব কেটে গিয়ে ঠোঁট ক্রমশ উজ্জ্বল হয়ে উঠবে।
৫) পাতিলেবুর রসের সঙ্গে চিনি বা মধু বা গ্লিসারিন যে কোনও কিছু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করতে পারেন।
৬. এছাড়াও ঠোঁটে আমন্ড তেল ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন এই তেল মালিশ করলে ঠোঁটের কালচেভাব দূর হয়।
৭. এসবের পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে প্রচুর পরিমাণে জল পান করতে হবে।