তীব্র তাপপ্রবাহে আপনার মোবাইল কি গরম হয়ে যাচ্ছে, কী করবেন জেনে নিন

- আপডেট : ১ মে ২০২৪, বুধবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: ফোন এখন আর শুধুমাত্র কথোপকথনের বস্তু নয়। আমাদের জীবনের বেঁচে থাকার অঙ্গ নিত্যপ্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে। অফিসের কাজ থেকে বিনোদন এমনকি বাজারের দাম মেটাতেও স্মার্ট ফোনই ভরসা। কিন্তু এতো প্রয়োজনীয় জিনিসটির ব্যবহারেও প্রয়োজন সাবধান হওয়া। অন্যান্য বিষয়ের সঙ্গে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন আমরা সকলেই কখনও না কখনও হয়েছি। বিশেষ করে অ্যান্ড্রোয়েড ফোনে গরম হয়ে যাওয়ার সমস্যা বেশি দেখা যায়। বর্তমান সময়ে তীব্র তাপপ্রবাহে নিজের স্মার্ট ফোনটি শীতল রাখতে কী কী পন্থা অবলম্বন করা উচিৎ তা জেনে নেওয়া যাক।
একাধিক কারণে স্মার্ট ফোন গরম হয়ে পারে। তারমধ্য এখন আবহাওয়ার কারণটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি অতিরিক্ত চার্জিং, নকল চার্জার ব্যবহার, ফোনে ম্যালওয়্যার প্রবেশ, দীর্ঘ সময় গেম খেলা এবং অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলেও ফোনের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লে ব্রাইটনেস বাড়িয়ে সব অ্যানিমেশন এনেবেল করে হোম স্ক্রিনে একাধিক উইজেট রাখলেও ফোন গরম হতে পারে। তাছাড়া দীর্ঘদিন ফোনে থাকা অ্যাপ এবং অপারেটিং সিস্টেম আপডেট না করার ফলেও এই সমস্যা তৈরি হতে পারে। ফোন ব্যবহারের সময় নীচের পদ্ধতি গুলি মেনে চললে ফোনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে-
(১) ফোনের ডিসপ্লে বেশিরভাগ ব্যাটারি শেষ করে। ডিসপ্লের ব্যাকলাইটে সব থেকে বেশি ব্যাটারির প্রয়োজন হয়। ফলে ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখায় ভালো। তাছাড়া ফোন ব্যবহারের সময় খেয়াল রাখা উচিৎ যাতে সূর্যালোক সরাসরি স্ক্রিনে না পড়ে।
(২) অনেক সময় মেমোরিতে অপ্রয়োজনীয় ফাইল জমতে থাকার কারণে গরম হতে পারে ফোন। তাই দিনে অন্তত একবার ফোন রিস্টার্ট করা ভালো। ফোন বেশি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিস্টার্ট করে দিলেও সুফল পাওয়া যাবে।
(৩) অতিরিক্ত তাপমাত্রা ফোনের তাপ বৃদ্ধির অন্যতম কারণ। অনেকে সারাদিন ব্যবহারের পর সারারাত ফোনকে চার্জে বসিয়ে রাখেন। ফুল চার্জ হয়ে গেলে ফোনের ইলেক্ট্রিসিটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিৎ। তাছাড়া চার্জিংয়ের সময় ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার ফোনকে উষ্ণ করে তোলে। ফলে তা না করায় বাঞ্ছনীয়। এছাড়া রোদের মধ্যে ফোন চার্জিংয়ে বসিয়ে রাখলেও এই সমস্যা হতে পারে।
(৪) গেম খেললে যেকোনো ফোনই গরম হতে পারে দুটি গেম খেলার মাঝে কিছুটা সময় বিরতি নেওয়া ফোনমে উষ্ণ হওয়া থেকে রক্ষা করবে।
(৫) ভাইরাস ম্যালওয়্যার ফোনের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ফোনকে ভাইরাস ম্যালওয়্যার মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ।
এছাড়াও নিয়মিত ফোনের সফটওয়্যার এবং অ্যাপ আপডেট করে নেওয়া জরুরি। এরপরেও যদি ফোন অধিক উষ্ণ হয়ে যায় তবে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ফোন এবং ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।