১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

“সীমাহীন সুবিধাবাদী” শুভেন্দুকে খোঁচা কুণালের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
  • / 0

পুবের কলম ওয়েব ডেস্ক: “সীমাহীন সুবিধাবাদী” বলে বিরোধী দলনেতাকে ট্যুইট আক্রমণ করলেন কুণাল ঘোষ। শুক্রবার মুকুল রায়কে PAC  চেয়ারম্যান ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের নাম ঘোষণা হতেই প্রতিবাদে সরব হয় বিজেপি। অধিবেশন বয়কট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী বিজেপি বিধায়করা।

সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদল তৃণমূলের সমালোচনা করে বলেন, সংসদীয় রাজনীতির সমস্ত রীতিনীতি ভেঙে তৃণমূল মুকুল রায়কে PAC এর চেয়ারম্যান করেছে। তিনি আরও বলেন, শাসকদলের এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে বিজেপি বিধায়কেরা বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যানের পদ নেবে না।

এই ঘটনা নিয়েই এবার শুভেন্দুকে একহাত নিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁর দাবি, সস্তা রাজনীতির জন্য বিজেপির কয়েকজনকে বিধানসভার কমিটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। শুভেন্দুকে কুণালের খোঁচা, নিজে সব পদ আঁকড়ে বসে থাকবে। প্রতিবাদ করার থাকলে নিজে বিধায়ক পদ থেকে ইস্তফা দিক। সপরিবারে শুধু নিতেই জানে, ওর রাজনীতির জন্য ত্যাগ করবে অন্যরা,  কটাক্ষ কুণাল ঘোষের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“সীমাহীন সুবিধাবাদী” শুভেন্দুকে খোঁচা কুণালের

আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: “সীমাহীন সুবিধাবাদী” বলে বিরোধী দলনেতাকে ট্যুইট আক্রমণ করলেন কুণাল ঘোষ। শুক্রবার মুকুল রায়কে PAC  চেয়ারম্যান ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের নাম ঘোষণা হতেই প্রতিবাদে সরব হয় বিজেপি। অধিবেশন বয়কট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী বিজেপি বিধায়করা।

সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদল তৃণমূলের সমালোচনা করে বলেন, সংসদীয় রাজনীতির সমস্ত রীতিনীতি ভেঙে তৃণমূল মুকুল রায়কে PAC এর চেয়ারম্যান করেছে। তিনি আরও বলেন, শাসকদলের এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে বিজেপি বিধায়কেরা বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যানের পদ নেবে না।

এই ঘটনা নিয়েই এবার শুভেন্দুকে একহাত নিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁর দাবি, সস্তা রাজনীতির জন্য বিজেপির কয়েকজনকে বিধানসভার কমিটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। শুভেন্দুকে কুণালের খোঁচা, নিজে সব পদ আঁকড়ে বসে থাকবে। প্রতিবাদ করার থাকলে নিজে বিধায়ক পদ থেকে ইস্তফা দিক। সপরিবারে শুধু নিতেই জানে, ওর রাজনীতির জন্য ত্যাগ করবে অন্যরা,  কটাক্ষ কুণাল ঘোষের।