১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
প্রয়াত প্রাক্তন বিধায়ক রচপাল সিং, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত তারকেশ্বর বিধান সভার তৃণমূলের প্রাক্তন বিধায়ক রচপাল সিং। বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ এবং ২০১৬ সালে পর পর দুবার বিধায়ক পদে নির্বাচিত হন এবং তিনি রাজ্যের পর্যটন দফতরের এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন এছাড়াও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে প্রাক্তন বিধায়কের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে তারকেশ্বর এলাকায়।
Tag :