১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রমাণ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা আইনজীবীর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
  • / 2

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনার ওই টিকাগুলি যে ভুয়ো, তার কী প্রমাণ? কোন ল্যাবরেটরি রিপোর্টের উপর ভিত্তি করে একে ‘ভুয়ো’ বলা হচ্ছে? এমনই হাজার প্রশ্ন তুলে এবার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী অজিত মিশ্র। মামলাটি গৃহীত হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
করোনা আবহে ‘ভুয়ো’ টিকাদান নিয়ে কলকাতায় মাস খানেক আগেই শোরগোল পড়ে গিয়েছিল। কসবার টিকাশিবিরের করোনা টিকার নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি-সহ বেশ কয়েকজকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে SIT তৈরি হয়েছে। এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে এই গুরুতর অভিযোগ জনমানসে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোট ৪টি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে । এই ঘটনায় সিবিআই তদন্ত হোক, এই মর্মে মামলা করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও। কিন্তু পরে শুনানিতে SIT-এর সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতিরা জানান, এখনই CBI তদন্তের প্রয়োজন নেই। কলকাতা পুলিশের SIT-এর তদন্ত যথাযথ পথেই এগোচ্ছে ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রমাণ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা আইনজীবীর

আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনার ওই টিকাগুলি যে ভুয়ো, তার কী প্রমাণ? কোন ল্যাবরেটরি রিপোর্টের উপর ভিত্তি করে একে ‘ভুয়ো’ বলা হচ্ছে? এমনই হাজার প্রশ্ন তুলে এবার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী অজিত মিশ্র। মামলাটি গৃহীত হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
করোনা আবহে ‘ভুয়ো’ টিকাদান নিয়ে কলকাতায় মাস খানেক আগেই শোরগোল পড়ে গিয়েছিল। কসবার টিকাশিবিরের করোনা টিকার নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি-সহ বেশ কয়েকজকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে SIT তৈরি হয়েছে। এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে এই গুরুতর অভিযোগ জনমানসে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোট ৪টি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে । এই ঘটনায় সিবিআই তদন্ত হোক, এই মর্মে মামলা করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও। কিন্তু পরে শুনানিতে SIT-এর সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতিরা জানান, এখনই CBI তদন্তের প্রয়োজন নেই। কলকাতা পুলিশের SIT-এর তদন্ত যথাযথ পথেই এগোচ্ছে ।