১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লোকাল ট্রেন বন্ধ, ভোটের দাবি ওঠে কি করে ? তৃণমূলকে নিশানা শুভেন্দুর

Sumana Puber Kalom
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চাইছে তৃণমূল । সম্প্রতি এই আর্জি জানাতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এবার এই প্রসঙ্গে রাজ্য শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার চুঁচুড়া বিজেপি পার্টি অফিসে দলীয় সভায় অংশ নেন তিনি। এদিন শুভেন্দু বলেন, ‘রাজ্যে লোকাল ট্রেন চলছে না। তার মানে কোভিড পরিস্থিতির নিশ্চই উন্নতি হয়নি। যারা লোকাল ট্রেন চালাতে পারছে না, তারা উপনির্বাচন চায় কী করে?’

তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত রাজ্যের কোভিড পরিস্থিতির না উন্নতি হচ্ছে এবং টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন রাজ্যে কোনও নির্বাচন হোক এমনটা আমরা চাই না।’ এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বহু বিজেপি কর্মী হাতে তুলে নিচ্ছেন রাজ্য শাসক দলের পতাকা। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘যাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন তাঁরা বাধ্য হয়ে যাচ্ছেন। তাঁদের মন পড়ে বিজেপিতেই। নির্বাচনের সময় তাঁরা ফের গেরুয়া শিবিরে ফিরবেন।’ এদিন তৃণমূলকে ‘প্রাইভেট লিমিটেড’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লোকাল ট্রেন বন্ধ, ভোটের দাবি ওঠে কি করে ? তৃণমূলকে নিশানা শুভেন্দুর

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চাইছে তৃণমূল । সম্প্রতি এই আর্জি জানাতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এবার এই প্রসঙ্গে রাজ্য শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার চুঁচুড়া বিজেপি পার্টি অফিসে দলীয় সভায় অংশ নেন তিনি। এদিন শুভেন্দু বলেন, ‘রাজ্যে লোকাল ট্রেন চলছে না। তার মানে কোভিড পরিস্থিতির নিশ্চই উন্নতি হয়নি। যারা লোকাল ট্রেন চালাতে পারছে না, তারা উপনির্বাচন চায় কী করে?’

তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত রাজ্যের কোভিড পরিস্থিতির না উন্নতি হচ্ছে এবং টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন রাজ্যে কোনও নির্বাচন হোক এমনটা আমরা চাই না।’ এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বহু বিজেপি কর্মী হাতে তুলে নিচ্ছেন রাজ্য শাসক দলের পতাকা। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘যাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন তাঁরা বাধ্য হয়ে যাচ্ছেন। তাঁদের মন পড়ে বিজেপিতেই। নির্বাচনের সময় তাঁরা ফের গেরুয়া শিবিরে ফিরবেন।’ এদিন তৃণমূলকে ‘প্রাইভেট লিমিটেড’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।