১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রামপুরহাটে শুরু ‘মা ক্যান্টিন পরিষেবা’, ৫ টাকায় মিলবে ডাল, সবজি, চাটনি, ডিম ভাত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 1

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ইস্তাহারে প্রকাশিত প্রতিশ্রুতি মোতাবেক রামপুরহাট শহরে শুরু হল মা ক‍্যান্টিন পরিষেবা। অসহায় দুঃস্থ মানুষের না খেয়ে দিন কাটানোর দিন শেষ। এবার থেকে মাত্র পাঁচ টাকা টোকেন অর্থের বিনিময়ে মিলবে একবেলা পেট ভরে খাবার। গান্ধী পার্কের পিছনে সুফলা মার্কেটে এই মা ক‍্যান্টিনের সূচনা করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়। এই অনুষ্ঠানে এলাকার বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার চেয়ারপার্সন মিনাক্ষী ভকত,  রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক শায়ন আহমেদ সহ অন‍্যান‍্যরা।

জানা গেছে, এই পাঁচ টাকায় মিলবে ডাল, সবজি, চাটনি ও ডিম ভাত। প্রতিদিন একশো জনের আয়োজনের ব‍্যবস্থা থাকবে রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে।

বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার  আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,  মুখ‍্যমন্ত্রী সকলের জন‍্য ভাবেন। কৃষকদের জন‍্য বরাদ্দ পাঁচ হাজার থেকে বাড়িয়ে দশহাজার করেছেন। দশ লক্ষ পর্যন্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু হয়ে গেছে। মায়েদের জন‍্য যথাক্রমে দুই ক‍্যাটিগরিতে পাঁচশত ও হাজার টাকা সাহায্য  অচিরেই মিলবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামপুরহাটে শুরু ‘মা ক্যান্টিন পরিষেবা’, ৫ টাকায় মিলবে ডাল, সবজি, চাটনি, ডিম ভাত

আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ইস্তাহারে প্রকাশিত প্রতিশ্রুতি মোতাবেক রামপুরহাট শহরে শুরু হল মা ক‍্যান্টিন পরিষেবা। অসহায় দুঃস্থ মানুষের না খেয়ে দিন কাটানোর দিন শেষ। এবার থেকে মাত্র পাঁচ টাকা টোকেন অর্থের বিনিময়ে মিলবে একবেলা পেট ভরে খাবার। গান্ধী পার্কের পিছনে সুফলা মার্কেটে এই মা ক‍্যান্টিনের সূচনা করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়। এই অনুষ্ঠানে এলাকার বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার চেয়ারপার্সন মিনাক্ষী ভকত,  রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক শায়ন আহমেদ সহ অন‍্যান‍্যরা।

জানা গেছে, এই পাঁচ টাকায় মিলবে ডাল, সবজি, চাটনি ও ডিম ভাত। প্রতিদিন একশো জনের আয়োজনের ব‍্যবস্থা থাকবে রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে।

বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার  আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,  মুখ‍্যমন্ত্রী সকলের জন‍্য ভাবেন। কৃষকদের জন‍্য বরাদ্দ পাঁচ হাজার থেকে বাড়িয়ে দশহাজার করেছেন। দশ লক্ষ পর্যন্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু হয়ে গেছে। মায়েদের জন‍্য যথাক্রমে দুই ক‍্যাটিগরিতে পাঁচশত ও হাজার টাকা সাহায্য  অচিরেই মিলবে।