২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিট-এ ওবিসি সংরক্ষণ নিয়ে কড়া হস্তক্ষেপ মাদ্রাজ হাইকোর্টের

Sumana Puber Kalom
  • আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
  • / 1

চেন্নাই, ১৯ জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ আসন সংরক্ষণ নিয়ে তীব্র বিতর্কের মাঝেই সোমবার মাদ্রাজ হাইকোর্ট এক শুনানিতে জানিয়েছে যে, তামিলনাড়ুর নন-সেন্ট্রাল মেডিক্যাল কলেজগুলিতে অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-এর জন্য রাজ্য সমর্পিত মেডিক্যাল আসনে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণের বাস্তবায়ন না করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপাত প্রচেষ্টা দেখা যাচ্ছে যা ২০২০ সালের ২৭ জুলাই হাইকোর্টের আদেশের ভিত্তিতে আদালতের অবমাননা৷ এই ওবিসি সংরক্ষণের দাবিতে দেশের নানা জায়গায় অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠেছে৷ ভীম আর্মির মতো সংগঠন এ নিয়ে আন্দোলনও শুরু করেছে৷ ওবিসি-দের ন্যায্য দাবিকে নস্যাৎ করছে কেন্দ্র, অভিযোগ তাদের৷ এই প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ সেই আন্দোলনের পালেই হাওয়া দিল৷ কেন্দ্র যে অসাংবিধানিক ভাবে ওবিসি সংরক্ষণ মানছে না, সেটাও স্পষ্ট আদালতের রায়ে৷ আদালত ওবিসি রিজার্ভেশন বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ ও পরিকল্পনা নেওয়া হয়েছে তা জানানোর জন্য এক সপ্তাহের সময় দিয়েছে৷ এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল আর শঙ্করনারায়ণন আদালতকে আশ্বাস দেন, কেন্দ্রীয় সরকার ওবিসি কোটা বাস্তবায়নের বিরোধী নয়৷ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য এএসজি দশ দিনের সময় চান৷ এরপর প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, ২০২১-২২ বর্ষে এটি কার্যকর করতে হবে৷ আমরা বিষয়টি স্থগিত রাখছি৷ এক সপ্তাহ পরে আপনি আমাদের বলবেন আপনি কীভাবে এটি বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন না করাটা কোনও অপশন নয়। এই অন্তর্বর্তীকালীন আদেশে প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির বেঞ্চ উল্লেখ করেছে যে, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এই ধরনের সংরক্ষণের কোটা বাস্তবায়নের মাধ্যমেই এখন ভর্তি নিতে হবে৷

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিট-এ ওবিসি সংরক্ষণ নিয়ে কড়া হস্তক্ষেপ মাদ্রাজ হাইকোর্টের

আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার

চেন্নাই, ১৯ জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ আসন সংরক্ষণ নিয়ে তীব্র বিতর্কের মাঝেই সোমবার মাদ্রাজ হাইকোর্ট এক শুনানিতে জানিয়েছে যে, তামিলনাড়ুর নন-সেন্ট্রাল মেডিক্যাল কলেজগুলিতে অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-এর জন্য রাজ্য সমর্পিত মেডিক্যাল আসনে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণের বাস্তবায়ন না করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপাত প্রচেষ্টা দেখা যাচ্ছে যা ২০২০ সালের ২৭ জুলাই হাইকোর্টের আদেশের ভিত্তিতে আদালতের অবমাননা৷ এই ওবিসি সংরক্ষণের দাবিতে দেশের নানা জায়গায় অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠেছে৷ ভীম আর্মির মতো সংগঠন এ নিয়ে আন্দোলনও শুরু করেছে৷ ওবিসি-দের ন্যায্য দাবিকে নস্যাৎ করছে কেন্দ্র, অভিযোগ তাদের৷ এই প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ সেই আন্দোলনের পালেই হাওয়া দিল৷ কেন্দ্র যে অসাংবিধানিক ভাবে ওবিসি সংরক্ষণ মানছে না, সেটাও স্পষ্ট আদালতের রায়ে৷ আদালত ওবিসি রিজার্ভেশন বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ ও পরিকল্পনা নেওয়া হয়েছে তা জানানোর জন্য এক সপ্তাহের সময় দিয়েছে৷ এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল আর শঙ্করনারায়ণন আদালতকে আশ্বাস দেন, কেন্দ্রীয় সরকার ওবিসি কোটা বাস্তবায়নের বিরোধী নয়৷ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য এএসজি দশ দিনের সময় চান৷ এরপর প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, ২০২১-২২ বর্ষে এটি কার্যকর করতে হবে৷ আমরা বিষয়টি স্থগিত রাখছি৷ এক সপ্তাহ পরে আপনি আমাদের বলবেন আপনি কীভাবে এটি বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন না করাটা কোনও অপশন নয়। এই অন্তর্বর্তীকালীন আদেশে প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির বেঞ্চ উল্লেখ করেছে যে, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এই ধরনের সংরক্ষণের কোটা বাস্তবায়নের মাধ্যমেই এখন ভর্তি নিতে হবে৷