ভ্যাকসিন অতি দ্রুত পাঠাতে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মমতার, মাসে ২ কোটি ডোজ টিকার আবেদন

- আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম প্রতিবেদক: করোনা সংক্রমণ কমিয়ে আনতে ভ্যাকসিনই একমাত্র দাওয়াই বলেছেন বিশেষজ্ঞরা। ভয়-ভীতি কাটিয়ে আমজনতার মধ্যেও করোনা টিকা নেওয়ার প্রবণতা বাড়ছে। এদিকে এই অবস্থায় রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই।
করোনা টিকাকরণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ প্রয়োজনীয় টিকার জোগান অপ্রতুল। এই অবস্থায় বৃহস্পতিবার ফের টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই মুহূর্তে আমাদের রাজ্যের ১২ থেকে ১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন। তাই প্রতি মাসে যদি কেন্দ্র ২ কোটি করে ভ্যাকসিন দেয়, তাহলেও প্রায় টিকাকরণ সম্পূর্ণ হতে ছয়মাস সময় লাগবে। তাই আমি চাইব দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক।
এদিন মমতা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, আমরা চাইলেও টিকা দেওয়া হচ্ছে না। আবার কোনও কোনও রাজ্যকে বেশি করে টিকা দেওয়া হচ্ছে। যদি কেন্দ্র আমাদের টিকা না দেয় আমরা কোথায় যাব? কারণ কেন্দ্রীয় সরকারের হাতেই টিকা প্রকিওরমেন্টেরমেন্টের ক্ষমতা রয়েছে, রাজ্য চাইলেও টিকা সংগ্রহ করতে পারে না। এই অবস্থায় সকলের টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক। কেন্দ্র নরেন্দ্র মোদির ছবি দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেট দিতে যতটা প্রস্তুত, ততটা মানুষকে টিকা দিতে প্রস্তুত নয়।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে চিঠি দিয়েছেন, তাতেও মাসে দু’কোটি কোটি করে ডোজ কেন্দ্রের কাছ থেকে চাওয়া হয়েছে। তিনি লেখেন, মাসে অন্তত ২ কোটি ডোজ টিকা চাই রাজ্যের। এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তাঁর আসন্ন দিল্লি সফরে এই ব্যাপারে কেন্দ্রের সঙ্গে দরবার করতে পারেন। তার আগে, আজ অথবা আগামীকাল চিঠি লিখবেন প্রধানমন্ত্রীকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার মনে করছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা দিতে গেলে মাসে অন্তত দেড় কোটি ডোজ টিকা দরকার। এখন কেন্দ্রীয় সরকার মাসে ৬০ থেকে ৭০ লাখ ডোজ টিকা বাংলাকে দিচ্ছে। এইভাবে চলবে শুধু প্রাপ্ত বয়স্কদের দুই ডোজ টিকা দিতে দু আড়াই বছর লেগে যাবে। ততদিন অপেক্ষা করতে হলে করোনা মোকাবিলা কঠিন হয়ে পড়বে।