১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফর মমতার, সাক্ষাৎ করতে পারেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গেও

Sumana Puber Kalom
  • আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয়  রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়  যে বিজেপি  বিরোধী প্রধান মুখ তাতে কোনও সন্দেহ নেই। তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার ইঙ্গিত স্পষ্ট  হওয়ার পরেই টুইট  করে মমতাকে শুভেচ্ছা  জানান কেজরীওয়াল, অখিলেশরা।

এর পরবর্তীতে সলতে পাকানোর কাজটা শুরু করে  দেন ভোট  কুশলী প্রশান্ত কিশোর।  বৈঠক করেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার  এবং তার পরবর্তীতে রাহুল, প্রিয়াঙ্কা  সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এমত পরিস্থিতিতে এবার  দিল্লি  যাচ্ছেন  তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ তারিখ সম্ভবত তাঁর নয়াদিল্লি সফর। তখন অবশ্য বাদল অধিবেশন চলবে সংসদে। মুখ্যমন্ত্রী গত ৫ মে শপথ নেওয়ার পর আর দিল্লি যাননি। তবে আগামী দিনে তিনি দিল্লি যাবেন বলে জানিয়েছেন। এমনকী সময় পেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করবেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনানো হবে নয়াদিল্লির এলইডি স্ক্রিনে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, রাজ্যের বাইরে অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, নয়াদিল্লিতেও শোনানো হবে সেই বক্তৃতা। রাজ্যে বিপুল আসনে জিতে ক্ষমতায় আসার পরে ফের একবার জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী মুখ হিসাবে মমতার নাম উঠে আসছে। তাই মমতার এই নয়াদিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফর মমতার, সাক্ষাৎ করতে পারেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গেও

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয়  রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়  যে বিজেপি  বিরোধী প্রধান মুখ তাতে কোনও সন্দেহ নেই। তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার ইঙ্গিত স্পষ্ট  হওয়ার পরেই টুইট  করে মমতাকে শুভেচ্ছা  জানান কেজরীওয়াল, অখিলেশরা।

এর পরবর্তীতে সলতে পাকানোর কাজটা শুরু করে  দেন ভোট  কুশলী প্রশান্ত কিশোর।  বৈঠক করেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার  এবং তার পরবর্তীতে রাহুল, প্রিয়াঙ্কা  সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এমত পরিস্থিতিতে এবার  দিল্লি  যাচ্ছেন  তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ তারিখ সম্ভবত তাঁর নয়াদিল্লি সফর। তখন অবশ্য বাদল অধিবেশন চলবে সংসদে। মুখ্যমন্ত্রী গত ৫ মে শপথ নেওয়ার পর আর দিল্লি যাননি। তবে আগামী দিনে তিনি দিল্লি যাবেন বলে জানিয়েছেন। এমনকী সময় পেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করবেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনানো হবে নয়াদিল্লির এলইডি স্ক্রিনে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, রাজ্যের বাইরে অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, নয়াদিল্লিতেও শোনানো হবে সেই বক্তৃতা। রাজ্যে বিপুল আসনে জিতে ক্ষমতায় আসার পরে ফের একবার জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী মুখ হিসাবে মমতার নাম উঠে আসছে। তাই মমতার এই নয়াদিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ।