১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুন ২০২১, মঙ্গলবার
  • / 0


পুবের কলম প্রতিবেদক: ভোটপ্রচারে দেওয়া আরও এক প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ নিলেন। পুজোর আগেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক (আপার প্রাইমারি) মিলিয়ে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে রাজ্যে। আর পুজো মিটে গেলে আগামী বছর মার্চ মাসের মধ্যে আরও ৭–৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। সোমবার নবান্নে ভার্চুয়াল এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্কিল ডেভলপমেন্টের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়া হয়েছে। কারিগরি প্রযুক্তিতে আরও বেশি চাকরির সুযোগ বৃদ্ধি করার বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে ওই কমিটি।’
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে যে আইনি জট ছিল, তা কেটে যাওয়ার পরেই নতুন করে যাতে আর কোনও বাধা তৈরির ষড়যন্ত্র সফল হয়, তার জন্য তড়িঘড়িই শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আদালতে মামলা চলছিল বলেই আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। আগামী মার্চ মাসের মধ্যেই ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। তার মধ্যে পুজোর আগেই ১৪ হাজার আপার প্রাইমারি ও সাড়ে দশ হাজার প্রাইমারি শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। বাকি ৭৫০০ প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে পুজোর পরে।’
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহুবার দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় উঠেছেন রাজ্যের শাসকদলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। ফলে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদল ও সরকারের শীর্ষ মহলকে। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মেধাই হবে সবচেয়ে বড় যোগ্যতা। কারও লবি করার প্রয়োজন নেই।’
অন্যদিকে, রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমেছে বলে দাবি করলেও আরও বেশ কিছুদিন সতর্ক থাকার জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘রাজ্যে করোনা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। নির্বাচনের অষ্টম দফার দিন রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৩২ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে চার শতাংশ। তবে উত্তর ২৪ পরগনা, হাওড়াতে এখনও সংক্রমণ বেশি। ইতিমধ্যেই ২ কোটি টিকা দিয়েছি। ২১ তারিখ থেকে ১৭ লক্ষ টিকা দেব। অনেক বিশেষজ্ঞ বলছেন, তৃতীয় ঢেউ আসতে পারে। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদের জন্য আমরা শয্যা সংখ্যা বাড়াচ্ছি। মায়েদের আরও যত্নবান হতে হবে।’ মালদার গঙ্গা থেকে বেশ কিছু মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে ওই মৃতদেহ ভেসে এসেছিল। প্রশাসনের পক্ষ থেকে তা উদ্ধার করে সসম্মানে শেষকৃত্য করা হয়েছে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ

আপডেট : ২২ জুন ২০২১, মঙ্গলবার


পুবের কলম প্রতিবেদক: ভোটপ্রচারে দেওয়া আরও এক প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ নিলেন। পুজোর আগেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক (আপার প্রাইমারি) মিলিয়ে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে রাজ্যে। আর পুজো মিটে গেলে আগামী বছর মার্চ মাসের মধ্যে আরও ৭–৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। সোমবার নবান্নে ভার্চুয়াল এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্কিল ডেভলপমেন্টের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়া হয়েছে। কারিগরি প্রযুক্তিতে আরও বেশি চাকরির সুযোগ বৃদ্ধি করার বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে ওই কমিটি।’
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে যে আইনি জট ছিল, তা কেটে যাওয়ার পরেই নতুন করে যাতে আর কোনও বাধা তৈরির ষড়যন্ত্র সফল হয়, তার জন্য তড়িঘড়িই শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আদালতে মামলা চলছিল বলেই আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। আগামী মার্চ মাসের মধ্যেই ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। তার মধ্যে পুজোর আগেই ১৪ হাজার আপার প্রাইমারি ও সাড়ে দশ হাজার প্রাইমারি শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। বাকি ৭৫০০ প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে পুজোর পরে।’
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহুবার দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় উঠেছেন রাজ্যের শাসকদলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। ফলে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদল ও সরকারের শীর্ষ মহলকে। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মেধাই হবে সবচেয়ে বড় যোগ্যতা। কারও লবি করার প্রয়োজন নেই।’
অন্যদিকে, রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমেছে বলে দাবি করলেও আরও বেশ কিছুদিন সতর্ক থাকার জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘রাজ্যে করোনা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। নির্বাচনের অষ্টম দফার দিন রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৩২ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে চার শতাংশ। তবে উত্তর ২৪ পরগনা, হাওড়াতে এখনও সংক্রমণ বেশি। ইতিমধ্যেই ২ কোটি টিকা দিয়েছি। ২১ তারিখ থেকে ১৭ লক্ষ টিকা দেব। অনেক বিশেষজ্ঞ বলছেন, তৃতীয় ঢেউ আসতে পারে। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদের জন্য আমরা শয্যা সংখ্যা বাড়াচ্ছি। মায়েদের আরও যত্নবান হতে হবে।’ মালদার গঙ্গা থেকে বেশ কিছু মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে ওই মৃতদেহ ভেসে এসেছিল। প্রশাসনের পক্ষ থেকে তা উদ্ধার করে সসম্মানে শেষকৃত্য করা হয়েছে।’