এজেন্সি এনে ভোটে কারচুপি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বড় প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সদ্য মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে। নতুন কমিশনার শাহ ঘনিষ্ঠ বলে তোপ দেগেছেন তিনি। মমতা বলেন, “সদ্য যিনি নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব ছিলেন৷” বিজেপি সাংবিধানিক সংস্থাটিকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে ভোটে কারচুপি করে দিল্লি ও মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যেও সেই চেষ্টা চলছে৷
ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার ভোটারদের তালিকায় এমন অনেক নাম রয়েছে, যাঁরা আদপে হরিয়ানা, গুজরাত বা অন্য কোনও রাজ্যের বাসিন্দা৷ বাইরে থেকে এজেন্সি নিয়ে এসে গেরুয়া শিবির এই কারচুপি করছে।