বাবুলের পদত্যাগে দুঃখ প্রকাশ মমতার, পাল্টা মমতাকে খোঁচা তথাগত রায়ের

- আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মন্ত্রিসভার নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শুভেচ্ছা জানান ট্যুইট করে, পাশাপাশি মমতাকে কটাক্ষ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।
গতকাল মোদির দ্বিতীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন বাংলার দুই সাংসদ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গেই বুধবার বিধানসভায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘এতে বিজেপির লাভ হতে পারে, মানুষের কোনও কাজ হবে না।’ এরপরই বাবুল ও দেবশ্রীর ইস্তফা প্রসঙ্গে মুখ খোলেন মমতা। তার প্রশ্ন, ‘কাকে মন্ত্রী করবে, কাকে করবে না, কাকে ঘাড় ধাক্কা দেবে সেটা ওদের ব্যাপার। কিন্তু, আজ বাবুল খারাপ হয়ে গিয়েছেন?
এদিন ট্যুইটে তথাগত রায় লিখেছেন,’ বাবুল সুপ্রিয় আমার স্নেহভাজন, তার মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ফলে আমি দুঃখ পেয়েছি। তবে রাজনীতিতে এরকম হতে থাকে’।
এরপরেই তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়ে তথাগত রায় লেখেন, “বাংলায় প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি’, এবার সেটা বদলে হবে” পিসির দরদ বেশি ” ।