১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকে পদকের আশা জাগিয়ে আজ নামছেন মেরী কম, পিভি সিন্ধুরা

Sumana Puber Kalom
  • আপডেট : ২৫ জুলাই ২০২১, রবিবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। আশা জাগিয়েও শুটিংয়ে ব্যর্থ হয়েছেন সৌরভ চৌধুরী। আজ তৃতীয় দিন মাঠে নামছেন মেরী কম, পিভি সিন্ধুরা। পুরুষ হকিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আজ সারা দেশের নজর থাকবে মেরী কম, সিন্ধুদের দিকে।
ব্যাডমিন্টন :-
সকাল ৭:১০, মহিলা সিঙ্গেলস গ্রুপ পর্ব, পিভি সিন্ধু।

জিমন্যাস্টিক্স :-
ভোর ৬:৩০টা , আর্টিস্টিক জিমন্যাস্টিক্স যোগ্যতা অর্জন পর্ব, প্রণতি নায়েক

শুটিং :-
ভোর ৫:৩০, মহিলা ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্ব (মনু ভাকের, যশস্বীনি সিং দেশওয়াল)। কোয়ালিফাই করলে ফাইনাল ভোর ৭:৪৫ মিনিটে।
সকাল ৯:৩০ টা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফাইং রাউন্ড।(দীপক কুমার, দিব্যাংশ সিং পানওয়ার)। কোয়ালিফাই করলে ফাইনাল দুপুর ১২ টায়।

টেবিল টেনিস :-
পুরুষ ও মহিলা সিঙ্গেলস দ্বিতীয় রাউন্ড ,সকাল ১০:৩০। ( জি সাথিয়ান, শরথ কমল, মনিকা বাত্রা ,সুতীর্থা মুখোপাধ্যায়)

হকি :-
দুপুর ৩টে, পুরুষ বিভাগে ভারত বনাম অস্ট্রেলিয়া।

বক্সিং :-
সকাল ৭:৩০ ,মহিলা ফ্লাইওয়েট গ্রুপ পর্ব (মেরি কম)

সাঁতার :-
বিকেল ৩:৩২ , মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট , মানা প্যাটেল
বিকেল ৩:৫২ , পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল হিট (সজন প্রকাশ)
বিকেল ৪:৪৯ , পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট (শ্রীহরি নটরাজ)

টেনিস :-
সকাল ৭:৩০ টা ,মহিলা ডবলস প্রথম রাউন্ড (সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না জুটি)।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টোকিও অলিম্পিকে পদকের আশা জাগিয়ে আজ নামছেন মেরী কম, পিভি সিন্ধুরা

আপডেট : ২৫ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। আশা জাগিয়েও শুটিংয়ে ব্যর্থ হয়েছেন সৌরভ চৌধুরী। আজ তৃতীয় দিন মাঠে নামছেন মেরী কম, পিভি সিন্ধুরা। পুরুষ হকিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আজ সারা দেশের নজর থাকবে মেরী কম, সিন্ধুদের দিকে।
ব্যাডমিন্টন :-
সকাল ৭:১০, মহিলা সিঙ্গেলস গ্রুপ পর্ব, পিভি সিন্ধু।

জিমন্যাস্টিক্স :-
ভোর ৬:৩০টা , আর্টিস্টিক জিমন্যাস্টিক্স যোগ্যতা অর্জন পর্ব, প্রণতি নায়েক

শুটিং :-
ভোর ৫:৩০, মহিলা ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্ব (মনু ভাকের, যশস্বীনি সিং দেশওয়াল)। কোয়ালিফাই করলে ফাইনাল ভোর ৭:৪৫ মিনিটে।
সকাল ৯:৩০ টা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফাইং রাউন্ড।(দীপক কুমার, দিব্যাংশ সিং পানওয়ার)। কোয়ালিফাই করলে ফাইনাল দুপুর ১২ টায়।

টেবিল টেনিস :-
পুরুষ ও মহিলা সিঙ্গেলস দ্বিতীয় রাউন্ড ,সকাল ১০:৩০। ( জি সাথিয়ান, শরথ কমল, মনিকা বাত্রা ,সুতীর্থা মুখোপাধ্যায়)

হকি :-
দুপুর ৩টে, পুরুষ বিভাগে ভারত বনাম অস্ট্রেলিয়া।

বক্সিং :-
সকাল ৭:৩০ ,মহিলা ফ্লাইওয়েট গ্রুপ পর্ব (মেরি কম)

সাঁতার :-
বিকেল ৩:৩২ , মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট , মানা প্যাটেল
বিকেল ৩:৫২ , পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল হিট (সজন প্রকাশ)
বিকেল ৪:৪৯ , পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট (শ্রীহরি নটরাজ)

টেনিস :-
সকাল ৭:৩০ টা ,মহিলা ডবলস প্রথম রাউন্ড (সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না জুটি)।