স্বপ্নের উড়ান, জম্মু-কাশ্মীরের প্রথম ফাইটার পাইলট হলেন মাওয়া সুদান

- আপডেট : ২২ জুন ২০২১, মঙ্গলবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: ছোটবেলা থেকে নিজের স্বপ্নের উড়ানে চেপে আকাশে ভেসে বেড়াত মেয়েটা। স্বপ্ন দেখতে জানলে তা যে বাস্তবেও পরিণত হয় তাই প্রমাণ করে দেখাল জম্মু-কাশ্মীরের মেয়ে মাওয়া। ভারতের বিমানবাহিনীর ফাইটার পাইলট হলেন তিনি।
নিজের দক্ষতা ও মনের জোরের মাধ্যমে ফাইটার পাইলট স্বীকৃতি পেয়েছেন মাওয়া সুদান। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় এই প্রথম কোনও নারী ফাইটার পাইলট হিসেবে স্বীকৃতি অর্জন করলেন। খুব স্বাভাবিকভাবেই গর্বিত তার পরিবার। ভারতের বিমানবাহিনীর ফ্লাইং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ভারতের বিমানবাহিনীর ১২তম নারী পাইলট এবং রাজৌরি থেকে প্রথম ফাইটার পাইলট হিসেবে তিনি নিয়োগ পেলেন।
মাওয়া সুদানের বাড়ি রাজৌরি জেলার নওশেরা এলাকার তেহসিল সীমান্তের লাম্বেরি গ্রামে।
মেয়ের সফলতায় গর্বিত বাবা বিনোদ সুদান জানিয়েছেন, মেয়ের এই সাফল্যে তিনি খুশি। তবে এখন শুধু মাওয়া আর তার মেয়ে নয়, এখন সে দেশের মেয়ে। পরিবারের সকলেই মেয়ের এই গর্বে খুশি। সবাই অভিনন্দন জানাচ্ছেন।
মাওয়া সুদানের বোন মানিয়াতা সুদান জানিয়েছে, ছোটবেলা থেকেই স্কুলে পড়ার সময় থেকে মাওয়া ফাইটার পাইলট হতে চাইত। স্বপ্নকে পূরণ করতে পেয়েছে, শুধুমাত্র নিজের মনের জোর আর জেদের কারণে। আমি জানি তার কর্মদক্ষতা তাকে আরও সাফল্য এনে দেবে।
খুশি মাওয়ার মা সুষমা সুদান। সুষমা জানিয়েছেন, তার মেয়ে কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। একজন মা হিসেবে তিনি গর্বিত।