জ্যাংড়ায় নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার-১
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম প্রতিবেদকঃ এক নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে এক যুবককে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে বিধাননগর পুলিস কমিশনারেটের অন্তর্গত জ্যাংড়া গ্রামপঞ্চায়েতের ঘুনি টিয়াবাগান পাড়া এলাকায়।
পুলিশ সূত্রের খবর, টিয়াবাগান পাড়ার বাসিন্দা বছর দশেকের নাবালিকার বাড়িতে রঙ মিস্ত্রির কাজ করছিল যাত্রাগাছির ঘুণি এলাকার বাসিন্দা কওসার আলি ওরফে বাপি আলি(৩২)। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই নির্যাতিতা নাবালিকার বাড়িতে রঙের কাজ করছিল বাপি। অন্যান্য দিনের মত বুধবারও চারতলা বাড়ির নিচের ঘরে কাজ করছিল বাপি। ওই সময় নাবালিকার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে থাকায় ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে চারতলার ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে বাপি। দুপুর নাগাদ পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা কিশোরী।
এর পর নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত রঙ মিস্ত্রি বাপি আলির বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়। ইকো পার্ক থানার পুলিশ জানিয়েছে, পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত বাপি আলিকে বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হয়। পাশাপাশি নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে পুলিশ সুত্রের খবর।