১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিরুদ্দেশ বিধায়ক হিরণ! খুঁজে দিলেই মিলবে পুরস্কার’, পোস্টার ঘিরে শোরগোল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: নিখোঁজ তারকা বিধায়ক হিরণ চ্যাটার্জী!

তাঁকে খুঁজে দিতে পারলেই পুরস্কার স্বরূপ মিলবে ছবি তোলার সুযোগ। এমনই পোস্টারে ছয়লাপ খড়্গপুর। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ হিরণ।ভোটের ময়দানে প্রতিপক্ষ তৃণমূলকে টেক্কা দিতে একাধিক তারকাকে প্রার্থী করেছিল বিজেপি।

কিন্তু জয়ের মুকুট ওঠেনি অধিকাংশের মাথায়। তবে হিরণ প্রমাণ করে দিয়েছিল অস্বিত্ব। খড়্গপুর সদর আসন থেকে বিজেপির প্রতীকে জয়ী হয়েছেন তিনি। শুক্রবার খড়্গপুর সদরের বিভিন্ন এলাকায় দেখা যায় হিরণের নামে পোস্টার। কোনওটাতে লেখা, “বিধায়ক নিরুদ্দেশ”, কোথাও লেখা, “বিধায়ক কোথায়?  খুঁজছে খড়্গপুর শহর।” কোনও পোস্টারে লেখা রয়েছে, বিধায়ককে খুঁজে দিলেই মিলবে তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ। পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিরুদ্দেশ বিধায়ক হিরণ! খুঁজে দিলেই মিলবে পুরস্কার’, পোস্টার ঘিরে শোরগোল

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নিখোঁজ তারকা বিধায়ক হিরণ চ্যাটার্জী!

তাঁকে খুঁজে দিতে পারলেই পুরস্কার স্বরূপ মিলবে ছবি তোলার সুযোগ। এমনই পোস্টারে ছয়লাপ খড়্গপুর। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ হিরণ।ভোটের ময়দানে প্রতিপক্ষ তৃণমূলকে টেক্কা দিতে একাধিক তারকাকে প্রার্থী করেছিল বিজেপি।

কিন্তু জয়ের মুকুট ওঠেনি অধিকাংশের মাথায়। তবে হিরণ প্রমাণ করে দিয়েছিল অস্বিত্ব। খড়্গপুর সদর আসন থেকে বিজেপির প্রতীকে জয়ী হয়েছেন তিনি। শুক্রবার খড়্গপুর সদরের বিভিন্ন এলাকায় দেখা যায় হিরণের নামে পোস্টার। কোনওটাতে লেখা, “বিধায়ক নিরুদ্দেশ”, কোথাও লেখা, “বিধায়ক কোথায়?  খুঁজছে খড়্গপুর শহর।” কোনও পোস্টারে লেখা রয়েছে, বিধায়ককে খুঁজে দিলেই মিলবে তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ। পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।