২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল নিয়ে ঝগড়া, অভিমানে আত্মঘাতী মাধ্যমিক ছাত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 1

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ মোবাইল নিয়ে ঝগড়ার জেরে অভিমানে আত্মঘাতী মাধ্যমিক ছাত্রী। হাড়োয়া থানার গোপালপুর ১  গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের ঘটনা। গোপালপুর গার্লস হাইস্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৫ বছরের রাজশ্রী বিশ্বাস। পরিবার সূত্রে জানা যায়, ওই নাবালিকা ছাত্রীর বাবা মায়ের কথা শুনত না। মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকত। তার মা বকাবকি করলে সে মামার বাড়িতে চলে যায়। সেখান থেকে কয়েক দিন কাটিয়ে রবিবার সে বাড়িতে ফিরতেই ফের সারাদিন মোবাইলে ব্যস্ত থাকার জন্য বাবা-মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয়। সোমবার বিকেলে অন্য সময়ের মতো ঘরে ঘুমাতে গিয়েছিলেন। রাত হয়ে গেলে তাকে ডাকা হয় কিন্তু ডাকাডাকি করে সাড়া শব্দ না মেলায় হাড়োয়া থানায় খবর দেওয়া হয়। হাড়োয়া থানার পুলিশ মঙ্গলবার ভোর বেলা দেখে কাপড় জড়িয়ে ঝুলছে রাজশ্রী।  ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোবাইল নিয়ে ঝগড়া, অভিমানে আত্মঘাতী মাধ্যমিক ছাত্রী

আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ মোবাইল নিয়ে ঝগড়ার জেরে অভিমানে আত্মঘাতী মাধ্যমিক ছাত্রী। হাড়োয়া থানার গোপালপুর ১  গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের ঘটনা। গোপালপুর গার্লস হাইস্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৫ বছরের রাজশ্রী বিশ্বাস। পরিবার সূত্রে জানা যায়, ওই নাবালিকা ছাত্রীর বাবা মায়ের কথা শুনত না। মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকত। তার মা বকাবকি করলে সে মামার বাড়িতে চলে যায়। সেখান থেকে কয়েক দিন কাটিয়ে রবিবার সে বাড়িতে ফিরতেই ফের সারাদিন মোবাইলে ব্যস্ত থাকার জন্য বাবা-মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয়। সোমবার বিকেলে অন্য সময়ের মতো ঘরে ঘুমাতে গিয়েছিলেন। রাত হয়ে গেলে তাকে ডাকা হয় কিন্তু ডাকাডাকি করে সাড়া শব্দ না মেলায় হাড়োয়া থানায় খবর দেওয়া হয়। হাড়োয়া থানার পুলিশ মঙ্গলবার ভোর বেলা দেখে কাপড় জড়িয়ে ঝুলছে রাজশ্রী।  ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।