১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত সহ ১৪টি কোর্স চালু, নেই আরবি, ক্ষোভ জেলার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষা মহলে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 1

সেখ কুতুবউদ্দিন

চলতি শিক্ষাবর্ষ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ১৪টি কোর্স চালুর নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো বিষয়গুলির উপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সিলমোহর দেওয়া হয়েছে বলে ওই নির্দেশিকায় জানিয়েছে শিক্ষা দফতর।

চলতি বছরে চালু হওয়া বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলাআসনসংখ্যা ৬০। রাষ্ট্রবিজ্ঞান – আসন ৬০ইতিহাস-৬০দর্শন-৬০সংস্কৃত-৮০এডুকেশন- ৪০ইংরেজি-৪০অঙ্ক-৪০ল-৪০ফিজিওলজি ২৫সেরিকালচার-২৫ফিজিক্স-২৫বোটানি- ২৫ভূগোল-২৫। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় হওয়া নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। এর পর মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয় চালু না হওয়ায় পুনরায় বিতর্ক তৈরি হয়েছে ছাত্রছাত্রীঅভিভাবক ও শিক্ষা মহলে।

বিশেষজ্ঞ মহল জানিয়েছেরাজ্য সরকারের এই উদ্যোগে খুশি। তবে অনেকের আক্ষেপমুর্শিদাবাদে অধিকাংশ সংখ্যালঘুদের বসবাস। এই জেলার ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় আরবিতেও সমান সুযোগ পাবেন বলে সকলের আশা। মুর্শিদাবাদ জেলার বহু কলেজে স্নাতকে আরবি কোর্স চালু রয়েছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে আরবি বিষয়কে নতুন শিক্ষাবর্ষে সংযুক্ত করা হয়নি।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলির সিলমোহর দিয়েছেন শিক্ষামন্ত্রী। এটা খুবই দুঃখজনক। অনেকের প্রশ্নমুর্শিদাবাদ জেলায় প্রায় ১৫টি কলেজে আরবিতে অনার্স ও পাস কোর্স পঠন-পাঠন হয়। তা সত্ত্বেও এই বিষয়কে কেন বাদ দেওয়া হল। মাস দুয়েক আগে ‘পুবের কলম’কে দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্য সুজাতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেনসাতটি বিষয় নিয়ে চালু হবে এই বিশ্ববিদ্যালয়। সেখানে ১৪টি বিষয় চালু করা হলকিন্তু আরবি চালু হল না। আরবি অন্তর্ভুক্ত না করে কীভাবে বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেলসেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের বহু মানুষ।

মুর্শিদাবাদ জেলা বাসিন্দা তথা আরবি বিষয়ের স্নাতকোত্তরের ছাত্র সাজিদুর রহমানের প্রতিক্রিয়াযেখানে প্রায় ৮০ শতাংশ সংখ্যালঘু মুসলিমের বসবাসসেখানে সংস্কৃত বিষয়ে ৮০টি আসন দেওয়া হল। কিন্তু আরবি বিষয়কে গুরুত্ব দেওয়া হল না। তাঁর দাবিআরবি বিষয় এবং ইসলামিক ইতিহাস চালু করা হোক মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে।

এই বিষয়ে উপাচার্য সুজাতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ‘পুবের কলম’কে জানানযে বিষয়ে শিক্ষক নিয়োগ হয়েছেসেই বিষয়গুলি চালু করা হয়েছে। আগামীতে আরবি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হলে এই বিষয়টিও চালু করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন উপাচার্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত সহ ১৪টি কোর্স চালু, নেই আরবি, ক্ষোভ জেলার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষা মহলে

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

সেখ কুতুবউদ্দিন

চলতি শিক্ষাবর্ষ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ১৪টি কোর্স চালুর নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো বিষয়গুলির উপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সিলমোহর দেওয়া হয়েছে বলে ওই নির্দেশিকায় জানিয়েছে শিক্ষা দফতর।

চলতি বছরে চালু হওয়া বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলাআসনসংখ্যা ৬০। রাষ্ট্রবিজ্ঞান – আসন ৬০ইতিহাস-৬০দর্শন-৬০সংস্কৃত-৮০এডুকেশন- ৪০ইংরেজি-৪০অঙ্ক-৪০ল-৪০ফিজিওলজি ২৫সেরিকালচার-২৫ফিজিক্স-২৫বোটানি- ২৫ভূগোল-২৫। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় হওয়া নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। এর পর মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয় চালু না হওয়ায় পুনরায় বিতর্ক তৈরি হয়েছে ছাত্রছাত্রীঅভিভাবক ও শিক্ষা মহলে।

বিশেষজ্ঞ মহল জানিয়েছেরাজ্য সরকারের এই উদ্যোগে খুশি। তবে অনেকের আক্ষেপমুর্শিদাবাদে অধিকাংশ সংখ্যালঘুদের বসবাস। এই জেলার ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় আরবিতেও সমান সুযোগ পাবেন বলে সকলের আশা। মুর্শিদাবাদ জেলার বহু কলেজে স্নাতকে আরবি কোর্স চালু রয়েছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে আরবি বিষয়কে নতুন শিক্ষাবর্ষে সংযুক্ত করা হয়নি।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলির সিলমোহর দিয়েছেন শিক্ষামন্ত্রী। এটা খুবই দুঃখজনক। অনেকের প্রশ্নমুর্শিদাবাদ জেলায় প্রায় ১৫টি কলেজে আরবিতে অনার্স ও পাস কোর্স পঠন-পাঠন হয়। তা সত্ত্বেও এই বিষয়কে কেন বাদ দেওয়া হল। মাস দুয়েক আগে ‘পুবের কলম’কে দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্য সুজাতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেনসাতটি বিষয় নিয়ে চালু হবে এই বিশ্ববিদ্যালয়। সেখানে ১৪টি বিষয় চালু করা হলকিন্তু আরবি চালু হল না। আরবি অন্তর্ভুক্ত না করে কীভাবে বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেলসেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের বহু মানুষ।

মুর্শিদাবাদ জেলা বাসিন্দা তথা আরবি বিষয়ের স্নাতকোত্তরের ছাত্র সাজিদুর রহমানের প্রতিক্রিয়াযেখানে প্রায় ৮০ শতাংশ সংখ্যালঘু মুসলিমের বসবাসসেখানে সংস্কৃত বিষয়ে ৮০টি আসন দেওয়া হল। কিন্তু আরবি বিষয়কে গুরুত্ব দেওয়া হল না। তাঁর দাবিআরবি বিষয় এবং ইসলামিক ইতিহাস চালু করা হোক মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে।

এই বিষয়ে উপাচার্য সুজাতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ‘পুবের কলম’কে জানানযে বিষয়ে শিক্ষক নিয়োগ হয়েছেসেই বিষয়গুলি চালু করা হয়েছে। আগামীতে আরবি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হলে এই বিষয়টিও চালু করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন উপাচার্য।