২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
রমযানের চাঁদের খবর জানানোর আর্জি নাখোদা মসজিদের
Juifa Parveen
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম প্রতিবেদক: সামনেই রমযান মাস। শুরু হবে মাসব্যাপী সিয়াম সাধনা। আরবি মাস শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে। কবে চাঁদ দেখা যাচ্ছে সেদিকে তাকিয়ে আছেন মুসলিমরা। এমন পরিস্থিতিতে নিজেরা যেমন আকাশের দিকে নজর রাখবেন, সাধারণ মানুষও যাতে এ দিকে খেয়াল রাখেন সেই আর্জি জানাল নাখোদা মসজিদের ‘মারকাজি রুহিয়াত-এ-হিলাল কমিটি’।
কমিটির তরফে এক আবেদনে বলা হয়েছে, কাল ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকালে মাগরিবের নামাযের পর রমযানুল মুবারক ১৪৪৬ হিজরির যাঁরা চাঁদ দেখবেন, তাঁরা যেন নাখোদা মসজিদের নম্বরে যোগাযোগ করেন। নাখোদা মসজিদের মারকাজি রুহিয়াত-এ- হিলাল কমিটির আহ্বায়ক নাসের ইব্রাহিম তিনটি মোবাইল নম্বরও দিয়েছেন।
নম্বরগুলি হল ৯৮৩১০৪০৪৯২, ৮৯৮১৭২০৪৩৩ এবং ৯৯০৩৭০৮৮০৮।
Tag :