১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তা ঠিক না হলে, জাতীয় সড়কের বুকে মঞ্চ বাঁধার হুঁশিয়ারি মীনাক্ষীর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার
  • / 0

ছবি তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার, নলহাটি: রাস্তা ঠিক না হলে, জাতীয় সড়কের বুকে মঞ্চ বাঁধার হুঁশিয়ারি দিলেন ডি ওয়াই এফ আই রাজ্য  সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।শনিবার নলহাটি কাঁটাগড়িয়া মোড়ে ডি ওয়াই এফ আই ধর্ণা মঞ্চে যোগ দেন তিনি।

তিনি বলেন, জাতীয় সড়ক শুধুমাত্র পাঁচ দিনের আন্দোলন নয়। পাঁচ দিন পেরিয়ে গেলে মঞ্চ খুলে মঞ্চটা জাতীয় সড়কের বুকে বেঁধে নেবেন। বুকের উপর গাড়ি চলুক। আমাদের চোখে ঘুম নেই। আমরা এলাকার জন প্রতিনিধিদের ঘুমোতে দেব না। মানুষের অধিকার আদায় করিয়ে ছাড়বো। মনে রাখবেন, মেজাজটাই আসল, রাজা নয়। মেজাজটাকে সিংহাসন ছাড়া করে চাপরাশী বানাবেন না। আমরা একটা লড়াই হেরেছি। কিন্তু  যুদ্ধটা থামে  নি। কেউ  কেউ আমাদের শূন্য  বলেছে। কিন্তু ভোটে জেতাই সব নয়। প্রতিদিন   আমাদের নেতা কর্মীরা লড়াইয়ে জেলে যাচ্ছেন। আপনারা দেখেছেন, চালে পোকা ধরলে জলে ধোওয়ার সময় তা ভেসে ওঠে। এখন রাজ্যে  অনেক ভুয়ো নেতা এরকম ভেসে উঠছে।

সাংবাদিকদের প্রশ্নের  উত্তরে মীনাক্ষী বলেন, “বলতে পারেন কেন আন্দোলন করতে হবে? মানুষ ভোট  দেবে ট্যাক্স  দেবে, আর এটুকু পাবে না? এই জাতীয় সড়কের উপর জাতীয় অর্থনীতি নির্ভর করে। তার এই দশা কেন? এখানকার সাংসদ বলছেন পার্লামেন্টে এই রাস্তার কথা তিনি বলেছেন। তাহলে তিনি  এখানে এসে বলুন  আমরা মি‍থ্যা আন্দোলন করছি। তিনি লোকসভার মিনিটস থেকে রেকর্ড দেখান রাস্তার জন্য কি করেছেন? তিনি তো ভাতা পান, মোবাইল কল ফ্রি পান, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, ফ্লাইট ভাড়া পান। তাহলে একটা সই করলে তো হয়। তার জন্য তিনি  এসব পান। আসলে সিনেমার নায়িকারা শুটিংয়ের পথে  পার্লামেন্ট ঘুরতে যান। অনেক এরকম সেলিব্রিটি রাজনীতিতে এসেছেন। তাতে আপত্তি নেই। কিন্তু তার জন্য  যদি ঘুরতে  যাওয়া হয় মানুষ পথে নামবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাস্তা ঠিক না হলে, জাতীয় সড়কের বুকে মঞ্চ বাঁধার হুঁশিয়ারি মীনাক্ষীর

আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার

দেবশ্রী মজুমদার, নলহাটি: রাস্তা ঠিক না হলে, জাতীয় সড়কের বুকে মঞ্চ বাঁধার হুঁশিয়ারি দিলেন ডি ওয়াই এফ আই রাজ্য  সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।শনিবার নলহাটি কাঁটাগড়িয়া মোড়ে ডি ওয়াই এফ আই ধর্ণা মঞ্চে যোগ দেন তিনি।

তিনি বলেন, জাতীয় সড়ক শুধুমাত্র পাঁচ দিনের আন্দোলন নয়। পাঁচ দিন পেরিয়ে গেলে মঞ্চ খুলে মঞ্চটা জাতীয় সড়কের বুকে বেঁধে নেবেন। বুকের উপর গাড়ি চলুক। আমাদের চোখে ঘুম নেই। আমরা এলাকার জন প্রতিনিধিদের ঘুমোতে দেব না। মানুষের অধিকার আদায় করিয়ে ছাড়বো। মনে রাখবেন, মেজাজটাই আসল, রাজা নয়। মেজাজটাকে সিংহাসন ছাড়া করে চাপরাশী বানাবেন না। আমরা একটা লড়াই হেরেছি। কিন্তু  যুদ্ধটা থামে  নি। কেউ  কেউ আমাদের শূন্য  বলেছে। কিন্তু ভোটে জেতাই সব নয়। প্রতিদিন   আমাদের নেতা কর্মীরা লড়াইয়ে জেলে যাচ্ছেন। আপনারা দেখেছেন, চালে পোকা ধরলে জলে ধোওয়ার সময় তা ভেসে ওঠে। এখন রাজ্যে  অনেক ভুয়ো নেতা এরকম ভেসে উঠছে।

সাংবাদিকদের প্রশ্নের  উত্তরে মীনাক্ষী বলেন, “বলতে পারেন কেন আন্দোলন করতে হবে? মানুষ ভোট  দেবে ট্যাক্স  দেবে, আর এটুকু পাবে না? এই জাতীয় সড়কের উপর জাতীয় অর্থনীতি নির্ভর করে। তার এই দশা কেন? এখানকার সাংসদ বলছেন পার্লামেন্টে এই রাস্তার কথা তিনি বলেছেন। তাহলে তিনি  এখানে এসে বলুন  আমরা মি‍থ্যা আন্দোলন করছি। তিনি লোকসভার মিনিটস থেকে রেকর্ড দেখান রাস্তার জন্য কি করেছেন? তিনি তো ভাতা পান, মোবাইল কল ফ্রি পান, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, ফ্লাইট ভাড়া পান। তাহলে একটা সই করলে তো হয়। তার জন্য তিনি  এসব পান। আসলে সিনেমার নায়িকারা শুটিংয়ের পথে  পার্লামেন্ট ঘুরতে যান। অনেক এরকম সেলিব্রিটি রাজনীতিতে এসেছেন। তাতে আপত্তি নেই। কিন্তু তার জন্য  যদি ঘুরতে  যাওয়া হয় মানুষ পথে নামবে।