নন্দীগ্রামে পুনরায় ভোট গণনা? শুভেন্দুকে নোটিশ হাইকোর্টের
- আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
- / 0
পুবের কলম ওয়েব ডেস্ক : নন্দীগ্রামের ভোট পুনর্গণনা সংক্রান্ত মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি শম্পা সরকার এ দিনের শুনানিতে জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন বৈধ। একই সঙ্গে মামলার সব পক্ষ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, নির্বাচন কমিশন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে নোটিশ পাঠাল হাইকোর্ট।
নন্দীগ্রাম মামলায় শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে ভোট সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার।বুধবার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন বৈধ বলে জানিয়েছে হাইকোর্ট। সেই মোতাবেক নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুকে নোটিশ জারি করা হয়। সেইসঙ্গে ইভিএম, নথি, ভিডিয়ো রেকর্ডিং-সহ নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নন্দীগ্রামের রিটার্নিং অফিসার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককেও নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১২ আগস্ট আবারও সেই মামলার শুনানি হবে।