ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

- আপডেট : ১১ জুলাই ২০২১, রবিবার
- / 0
পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রতিবেশী ও অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি ও বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিয়েতনামের নতুন নিযুক্ত প্রধানমন্ত্রী ফাম মিন চিন্হকে শনিবার টেলিফোনে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় দু’দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান প্রধানমন্ত্রী মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফাম মিন চিনহ-র ফোনালাপে প্রশান্ত মহাসাগরের অবস্থা এবং সমুদ্রপথে আন্তর্জাতিক আইনকে বৈধতা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। ভারত এবং ভিয়েতনামের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব গোটা অঞ্চলেই স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাম মিন চিন্হ প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাপচারিতা হয়।