কুরআন, গীতা, বাইবেল পাঠ করে বাংলাদেশে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 0
ঢাকা: আজ শুক্রবার বিকেলে পবিত্র কুরআন তিলাওয়াত, পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় পতাকাসহ নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে ‘জাতীয় নাগরিক পার্টি’দলটির সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউ প্রাঙ্গণ। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে ১০টি। এই ১০ জনের নামও প্রকাশ্যে এসেছে। নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দু’জন করে থাকছেন। এ ছাড়াও থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ। শুক্রবার দুপুরে এই তিনটি নতুন পদ যোগ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া, দলের সদস্যসচিব আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদীব। নাসিরুদ্দীন পাটওয়ারীকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে। মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)-এর দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং নাহিদা সারওয়ার। যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।