ফলকে নাম থাকা ভুয়ো আইএএস-কে চিনি না– তালতলা থানায় এফআইআর দায়ের করলেন নয়না বন্দ্যোপাধ্যায়
- আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
- / 1
পুবের কলম ওয়েবডেস্কঃ ভুয়ো টীকাকান্ডে ধৃত দেবাঞ্জন দেবের নাম রয়েছে তালতলায় রবীন্দ্রমূর্তির ফলকে। একই সঙ্গে নাম রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়– নয়না বন্দ্যোপাধ্যায়– তাপস রায়– অতীন ঘোষ এবং ফিরহাদ হাকিমের ।
ফলকে রাজ্য সরকারের যুগ্ম সচিব হিসাবে পরিচয় দেওয়া হয়েছে ধৃত দেবাঞ্জন দেবের। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার সেই নাম মুছে দেওয়ার চেষ্টাও করা হয়। এদিকে ফলকে নাম থাকার বিষয়টি প্রকাশ্যে আসতে বৃহস্পতিবারই রাজ্যের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তালতলা থানায় এফআইআর দায়ের করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন– ‘ত্রিপুরা শংকর শাস্ত্রী লাইব্রেরির বাইরে যে ফলক রয়েছে– তাতে আমার নামের সঙ্গে ভুয়ো টিকাকান্ডে জড়িত ব্যক্তির নাম দেখে অবাক হয়ে গিয়েছি।
কারা ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন– ওই লাইব্রেরির প্রেসিডেন্ট কে এগুলি জানা অত্যন্ত জরুরি। আমি আদৌ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। কারা অনুমতি না নিয়ে আমার নাম ব্যবহার করল তা খতিয়ে দেখা হোক।’
ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব প্রসঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় আরও বলেন– ‘আমি ভদ্রলোককে চিনিই না। আমার নাম জড়িয়ে এসব করেছে। আমি তাই অভিযোগ দায়ের করেছি। প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে। ইনি কি সেটাই আমি জানিনা। আমার নাম এসেছে। দায়িত্বশীল নাগরিক হিসাবে আমার যা কাজ করার আমি করেছি। কবে এটা হয়েছিল আমি জানি না। আমার নাম নিয়ে যদি কেউ এসব করে আমি তার মধ্যে ঢুকব না।
ভ্যকসিন নিয়ে একটা মহামারী চলছে। সেই র্দুনীতি চক্রে আমার নাম জড়াক আমি চাই না। আমার নাম কে কোথায় খোদাই করছে– ছাপছে এটা কি করে জানব বলুন। আমি এফআইআর করেছি।’