গুলমার্গে বরফ নেই! হতাশ পর্যটকরা, মুখ খুললেন ওমর আবদুল্লাহ

- আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 1
পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের গুলমার্গে বরফ পড়ছে, এই দৃশ্য দেখার জন্য উৎসুক থাকে দেশ বিদেশের পর্যটকরা। কিন্তু এবারে গুলমার্গে পৌঁছে হতাশ সকলেই। অনেকেই বলেছেন, শুধু শুধু টাকা আর সময় নষ্ট হল। বরফের চাদর মাখার সৌভাগ্য হল না পর্যটকদের। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনসি নেতা ওমর আবদুল্লাহ।
ছবি পোস্ট করে ওমর লিখেছেন, শীতে এমন বরফশূন্য গুলমার্গ কখনও দেখিনি। যদি খুব শীঘ্রই বরফ না পড়ে, তাহলে গ্রীষ্মকাল ভয়ঙ্কর হবে।
ছবিতে দেখা যাচ্ছে, ২০২২ সালে তিনি গুলমার্গে বরফের চাদরের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। মাথায় টুপি, গায়ে বরফ আর চারদিকে মোটা বরফের চাদর। কিন্তু ওই একই দিনে একই জায়গায় দাঁড়িয়ে ওমর আবদুল্লাহ ২০২৩ সালেও একটি ছবি তুলেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, নামমাত্র বরফ চারদিকে। শীত পোষাক খুলে হাতে ধরে রয়েছেন তিনি।