১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চিনে বাদুড়ের দেহে মিলল নতুন করোনা ভাইরাস

Sumana Puber Kalom
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
  • / 0

Cave nectar bat (Eonycteris spelaea) from Singapore.

পুবের কলম ওয়েবডেস্ক: চিনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে, এই নতুন ভাইরাসের নাম HKU5-CoV-2 এবং পরীক্ষা করে জানা গেছে, সম্ভবত এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে। এই ভাইরাসে আছে সেল-সারফেস প্রোটিনের গঠন অবিকল সার্স-কোভ-২-এর মতোই,
‘সেল’ নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। ‘ব্যাট উওম্যান’ নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল ওই গবেষণা চালিয়েছে। আর তারপরই গুয়ানঝাউয়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া করোনা ভাইরাস।

বিজ্ঞানীরা বলছেন, সারা পৃথিবীতে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে। যাদের মধ্যে সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে।

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে বাদুড়ের দেহে মিলল নতুন করোনা ভাইরাস

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: চিনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে, এই নতুন ভাইরাসের নাম HKU5-CoV-2 এবং পরীক্ষা করে জানা গেছে, সম্ভবত এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে। এই ভাইরাসে আছে সেল-সারফেস প্রোটিনের গঠন অবিকল সার্স-কোভ-২-এর মতোই,
‘সেল’ নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। ‘ব্যাট উওম্যান’ নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল ওই গবেষণা চালিয়েছে। আর তারপরই গুয়ানঝাউয়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া করোনা ভাইরাস।

বিজ্ঞানীরা বলছেন, সারা পৃথিবীতে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে। যাদের মধ্যে সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে।