১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৬টি হাতির সমান গণ্ডার! প্রাগৈতিহাসিক ফসিলের খোঁজ মিলল চিনে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার
  • / 0


বিশেষ প্রতিবেদন: আনুমানিক ২ কোটি ২০ লক্ষ বছর আগের প্রাগৈতিহাসিক একটি গণ্ডারের প্রজাতির অস্তিত্ব মিলল চিনে। এই প্রজাতিটিকেই পৃথিবীর বুকে হাঁটা সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী বলে ধারণা করা হচ্ছে। চিনের গানসু প্রদেশের লিনশিয়া অববাহিকায় এই গণ্ডারের ফসিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই গণ্ডারের কোনও শিং ছিল না বলে জানানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যারাসেরেথেরিয়াম লিনশিয়ায়েনসে। গত ১৭ই জুন প্রথম এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়।
বিজ্ঞানীদের মতে, দৈত্যাকৃতির গণ্ডারের ওজন ছিল ২৪ টনেরও বেশি। আকারে ছিল ৬টি পূর্ণবয়স্ক হাতির সমান। এর আকৃতি ছিল ২৬ ফুট এবং মাটি থেকে মাথা ছিল ২৩ ফুট উঁচুতে। যে খুলিটি পাওয়া গেছে সেটিই ৩ ফুটেরও বেশি লম্বা। এটিকে নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী বলছেন বিজ্ঞানীরা। এই প্রজাতির গণ্ডাররা মূলত চিন, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও পাকিস্তানের একাংশে বেঁচে ছিল। এমনকি পূর্ব ইউরোপেও এদের বিচরণ ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬টি হাতির সমান গণ্ডার! প্রাগৈতিহাসিক ফসিলের খোঁজ মিলল চিনে

আপডেট : ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার


বিশেষ প্রতিবেদন: আনুমানিক ২ কোটি ২০ লক্ষ বছর আগের প্রাগৈতিহাসিক একটি গণ্ডারের প্রজাতির অস্তিত্ব মিলল চিনে। এই প্রজাতিটিকেই পৃথিবীর বুকে হাঁটা সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী বলে ধারণা করা হচ্ছে। চিনের গানসু প্রদেশের লিনশিয়া অববাহিকায় এই গণ্ডারের ফসিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই গণ্ডারের কোনও শিং ছিল না বলে জানানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যারাসেরেথেরিয়াম লিনশিয়ায়েনসে। গত ১৭ই জুন প্রথম এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়।
বিজ্ঞানীদের মতে, দৈত্যাকৃতির গণ্ডারের ওজন ছিল ২৪ টনেরও বেশি। আকারে ছিল ৬টি পূর্ণবয়স্ক হাতির সমান। এর আকৃতি ছিল ২৬ ফুট এবং মাটি থেকে মাথা ছিল ২৩ ফুট উঁচুতে। যে খুলিটি পাওয়া গেছে সেটিই ৩ ফুটেরও বেশি লম্বা। এটিকে নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী বলছেন বিজ্ঞানীরা। এই প্রজাতির গণ্ডাররা মূলত চিন, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও পাকিস্তানের একাংশে বেঁচে ছিল। এমনকি পূর্ব ইউরোপেও এদের বিচরণ ছিল।