১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বাজারে ছাড়ল নয়া নোট

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রতিবছরের মতো এবারও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন নোটের মধ্যে রয়েছে ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট। গতবারের মতো এবারের ঈদেও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারে মিলবে না নতুন টাকা। গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত আধিকারিক একেএম মহিউদ্দিন আজাদ জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়া শুরু হয়েছে। ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাজারে নোট ছাড়া হবে।