বাংলাদেশে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, শুকেই আত্মপ্রকাশ
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগেই জানিয়েছিল তারা দ্রুত রাজনেতিক দল তৈরি করবেন। সেই প্রস্তুতি কার্যত চূড়ান্ত হলে দলের নাম কি হবে! তা নিয়ে দানা বাঁধছিল। যদিও শুক্রবারই প্রকাশ্যে আসবে নতুন রাজনৈতিক দলের নাম।
বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ বলে জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এ নাম চূড়ান্ত হয়েছে বলা খবর। সারজিস আলম তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলটির নাম ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ । আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে।
এদিকে বৈঠকে শীর্ষ পাঁচ পদে নাম চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়েছে।