১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্কাই ড্রাইভিং করতে গিয়ে মাঝ আকাশে বিমান ভেঙে মৃত্যু হল ৯ জনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক: আজকালকার সময়ে দাঁড়িয়ে মানুষ আধুনিক হওয়ার পাশাপাশি  তাদের সখ ও অত্যাধুনিক হয়েছে। আর স্কাই ড্রাইভিং হল সেরকমই এক অন্যতম সখের নিদর্শন। তবে শুধু সখ বললেই চলে না এটি অন্যতম একটি জনপ্রিয় ও অ্যাডভেঞ্চার পূর্ণ স্পোর্টস ও বটে।

সেই স্পোর্টস এর অনুভূতি নিতে গিয়েই ঘটে গেল এক চরম দুর্ঘটনা। সুইডেনের ওরেব্রো নামক এক এলাকায় স্কাইডাইভারদের নিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বিমান টি। ঘটনা টি ঘটে যাওয়ায় কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে এবং  আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায় যে,বিমানটি তে যারা যারা ছিলেন তাদের তৎক্ষনাৎ মৃত্যু হয়।  পুলিশের তরফে এও জানান হয় বিমানটি ছিল একটি DHC-2 Turbo Beaver। সেখানেই ছিলেন ৮ স্কাইডাইভার এবং পাইলট,মোট ৯ জন।এর আগেও ২০১৯ সালেও একই ঘটনা ঘটেছে। উত্তর সুইডেনে এর আগেও স্কাইডাইভারদের নিয়ে বিমান দুর্ঘটনা ঘটেছে। সেই সময় ৯ যাত্রীকে নিয়ে টেক অফের পরই দুর্ঘটনা ঘটে। তবে এদিন বিমানটি রানওয়ে ছেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় তাই কিছু দূর গিয়েই এই দূর্ঘটনা ঘটে। এদিন দুঃখপ্রকাশ করেছে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। তিনি টুইটে লেখেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। Orebro airport -এর দুর্ঘটনা ট্র্যাজিক। এই মুহুর্তে তাঁদের ভালবাসার মানুষদের কী মানসিক অবস্থা চলছে তা বুঝতে পারছি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্কাই ড্রাইভিং করতে গিয়ে মাঝ আকাশে বিমান ভেঙে মৃত্যু হল ৯ জনের

আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজকালকার সময়ে দাঁড়িয়ে মানুষ আধুনিক হওয়ার পাশাপাশি  তাদের সখ ও অত্যাধুনিক হয়েছে। আর স্কাই ড্রাইভিং হল সেরকমই এক অন্যতম সখের নিদর্শন। তবে শুধু সখ বললেই চলে না এটি অন্যতম একটি জনপ্রিয় ও অ্যাডভেঞ্চার পূর্ণ স্পোর্টস ও বটে।

সেই স্পোর্টস এর অনুভূতি নিতে গিয়েই ঘটে গেল এক চরম দুর্ঘটনা। সুইডেনের ওরেব্রো নামক এক এলাকায় স্কাইডাইভারদের নিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বিমান টি। ঘটনা টি ঘটে যাওয়ায় কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে এবং  আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায় যে,বিমানটি তে যারা যারা ছিলেন তাদের তৎক্ষনাৎ মৃত্যু হয়।  পুলিশের তরফে এও জানান হয় বিমানটি ছিল একটি DHC-2 Turbo Beaver। সেখানেই ছিলেন ৮ স্কাইডাইভার এবং পাইলট,মোট ৯ জন।এর আগেও ২০১৯ সালেও একই ঘটনা ঘটেছে। উত্তর সুইডেনে এর আগেও স্কাইডাইভারদের নিয়ে বিমান দুর্ঘটনা ঘটেছে। সেই সময় ৯ যাত্রীকে নিয়ে টেক অফের পরই দুর্ঘটনা ঘটে। তবে এদিন বিমানটি রানওয়ে ছেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় তাই কিছু দূর গিয়েই এই দূর্ঘটনা ঘটে। এদিন দুঃখপ্রকাশ করেছে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। তিনি টুইটে লেখেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। Orebro airport -এর দুর্ঘটনা ট্র্যাজিক। এই মুহুর্তে তাঁদের ভালবাসার মানুষদের কী মানসিক অবস্থা চলছে তা বুঝতে পারছি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”