কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস সাংসদের,সমর্থন করে টুইট ব্রাত্য বসুর
- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 1
গুয়াহাটি ও কলকাতা: নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল।বাংলা থেকে জয়ী বিজেপি সাংসদ বাংলাদেশের নাগরিক বলে দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুণ বোরা।তাঁর দাবি, নিশীথ যে নথিপত্র দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেছেন, সেইসব নথিপত্র আসলে ভুয়ো। এমনকী জালিয়াতি করে তৈরি করা হয়েছে।
অসমের ওই কংগ্রেস সাংসদ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরেছেন। তারপর দাবি করেছেন, নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। এমনকী নিশীথ প্রামাণিক ভারতে এসেছিলেন কম্পিউটার কোর্স করার জন্য। তারপর এখানেই থেকে যান। এখানে স্তায়ীভাবে থাকতে গিয়ে প্রথমে তৃণমূল কংগ্রেসে এবং পরে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন।
নিশীথ বাবু সদ্য কেন্দ্রীয় মন্ত্রীর তকমা পেয়েছেন। একেবারে স্বরাষ্ট্রমন্ত্রকে গিয়ে বসেছেন। । তিনি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।কিন্তু তাঁরই নাগরিকত্ত্ব নিয়ে প্রশ্ন উঠায় বিজেপির অস্বস্তি বাড়ল ।
রাজ্যসভার সাংসদ রিপুণ বোরার অভিযোগকে বাড়তি মাত্রা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ব্রাত্য বসু।শণিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা রিপুণ বোরার চিঠিটি টুইটারে শেয়ার করেন ব্রাত্য বসু। আর তার সঙ্গে লেখেন, ‘রাজ্যসভার সাংসদ রিপুণ বোরা সঠিক প্রশ্নই তুলেছেন। বহু সংবাদমাধ্যমে দেখা গিয়েছে যে, নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। এমন লোককে মন্ত্রী করার আগে কি কিছুই খতিয়ে দেখা হয়নি? ভুলে গেলে চলবে না এই নিশীথের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা চলছে। লজ্জাজনক।’
ব্রাত্য বসুর মতো শিক্ষিত নেতা তথা রাজ্যের মন্ত্রীর পক্ষ থেকে ওঠা অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। রিপুণ বোরার যে চিঠিটি ব্রাত্য শেয়ার করেছেন, তাতে সত্যিই গুরুতর অভিযোগ রয়েছে।