পণ্যে গোমাংস নেই, ভাইরাল টুইটকে উড়িয়ে দিল ক্যাডবেরি
- আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
- / 1
নয়াদিল্লি, ১৯ জুলাই : গত সপ্তাহান্তে গোটা দেশজুড়ে টুইটারে ক্যাডবেরির পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। দাবি করা হয় যে, এই সংস্থা তাদের কিছু পণ্যে জেলাটিন ব্যবহার করে। এক ওয়েবসাইটের একটি স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হয়েছে, কোনও পণ্যে উপাদান হিসাবে জেলাটিন থাকার অর্থ হল তা গোমাংস থেকে তৈরি করা হয়েছে। ক্যাডবেরিকে ট্যাগ করে এক নেটিজেন জানতে চায়, তথ্যটি সত্যি কিনা। তারপর তার দাবি, হালাল শংসাপত্র পাওয়া বিফ পণ্য জোর করে হিন্দুদের খেতে বাধ্য করার জন্য ক্যাডবেরির বিরুদ্ধে মামলা করা উচিত। তিনি আরও লেখেন,”আমাদের পূর্বপুরুষ ও গুরুরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন কিন্তু গোমাংস ভক্ষণকে সমর্থন করেননি। কিন্তু ‘স্বাধীনতা’র পরের শাসকরা আমাদের ধর্মকে কলুষিত করেছে।” এরপর মুহূর্তের মধ্যে শয়ে শয়ে টুইট ভাইরাল হয়ে যায় এবং ওই ব্রিটিশ সংস্থাকে বয়কটের আহ্বান জানানো হয়।
যাইহোক, একটি টুইটে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। তারা জানিয়েছে, ভারতে তৈরি হওয়া ও বিক্রিত মন্ডেলেজ বা ক্যাডবেরি ১০০ শতাংশ শব্জিজাত এবং ভাইরাল হওয়া স্ক্রিনশটটির সঙ্গে ভারতীয় ক্যাডবেরির কোনও সম্পর্ক নেই। পাশাপাশি এই সংস্থা উল্লেখ করেছে যে, পণ্যের মোড়কে সবুজ বিন্দুর অর্থ হল সেই পণ্য শব্জিজাত। আরও একটি টুইটে এই সংস্থা ইউজারদের অনুরোধ করেছে যে, সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে সেই বিষয়ে সত্যতা যাচাই করা প্রয়োজন। যেহেতু ‘নেতিবাচক পোস্ট’ তাদের ব্র্যান্ডের নাম খারাপ করবে। অনেকে জানিয়েছেন যে, যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেটি ক্যাডবেরি অস্ট্রেলিয়ার।