১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ের জেবেল আলি বন্দরে বিস্ফোরণ, প্রাণহানির খবর নেই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্কঃ  বেইরুট বন্দরে বিস্ফোরণের  স্মৃতি  ফেরাল  দুবাই বন্দর। তীব্র  বিস্ফোরণের শব্দে দুবাই বন্দর থেকে  পৌঁচ্ছে যায় আরব আমিরশাহীর মূল শহরে। মুহূর্তে  ছড়িয়ে পড়ে  তীব্র আতঙ্ক। দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর নৌবন্দর। কার্যত সংযুক্ত আমিরশাহীর বাণিজ্যিক রাজধানীর জীবনীশক্তি বলা চলে এই বন্দরকে।

দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে নোঙর করে থাকা এক পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিস্ফোরণ ঘটে। ‘ওশান ট্রেডার’ নামের ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়।

দুবাইয়ের রাতের আকাশে দেখা যায়  আগুনের  লেলিহান  শিখা। সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন  জানাচ্ছে  কোন হতাহতের খবর নেই।  কারণ  জাহাজের  কর্মীরা আগেই  জাহাজ থেকে বাইরে চলে গিয়েছিলেন তাই  প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে বেইরুট বন্দরে মজুদ রাখা রাসায়নিকের গোদামে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় নড়ে উঠে লেবানন সরকারের ভিত। সরকারি সূত্রে জানা যায়, প্রায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ফেটে এই বিস্ফোরণ হয়। সার ও বোমা তৈরির জন্য ব্যবহৃত এই বিপুল পরিমাণ বিস্ফোরক গত ৬ বছর ধরে বন্দরের গুদামে মজুত করা ছিল। তাও আবার কোনও সুরক্ষাবিধি না মেনেই। যা নিয়ে প্রশাসনিক গাফিলতি প্রকট হয়েছে। ওই ঘটনায় প্রাণ হারান প্রায় ১৫০ জন মানুষ। আহত হন প্রায় ছয় হাজার জন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাইয়ের জেবেল আলি বন্দরে বিস্ফোরণ, প্রাণহানির খবর নেই

আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  বেইরুট বন্দরে বিস্ফোরণের  স্মৃতি  ফেরাল  দুবাই বন্দর। তীব্র  বিস্ফোরণের শব্দে দুবাই বন্দর থেকে  পৌঁচ্ছে যায় আরব আমিরশাহীর মূল শহরে। মুহূর্তে  ছড়িয়ে পড়ে  তীব্র আতঙ্ক। দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর নৌবন্দর। কার্যত সংযুক্ত আমিরশাহীর বাণিজ্যিক রাজধানীর জীবনীশক্তি বলা চলে এই বন্দরকে।

দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে নোঙর করে থাকা এক পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিস্ফোরণ ঘটে। ‘ওশান ট্রেডার’ নামের ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়।

দুবাইয়ের রাতের আকাশে দেখা যায়  আগুনের  লেলিহান  শিখা। সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন  জানাচ্ছে  কোন হতাহতের খবর নেই।  কারণ  জাহাজের  কর্মীরা আগেই  জাহাজ থেকে বাইরে চলে গিয়েছিলেন তাই  প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে বেইরুট বন্দরে মজুদ রাখা রাসায়নিকের গোদামে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় নড়ে উঠে লেবানন সরকারের ভিত। সরকারি সূত্রে জানা যায়, প্রায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ফেটে এই বিস্ফোরণ হয়। সার ও বোমা তৈরির জন্য ব্যবহৃত এই বিপুল পরিমাণ বিস্ফোরক গত ৬ বছর ধরে বন্দরের গুদামে মজুত করা ছিল। তাও আবার কোনও সুরক্ষাবিধি না মেনেই। যা নিয়ে প্রশাসনিক গাফিলতি প্রকট হয়েছে। ওই ঘটনায় প্রাণ হারান প্রায় ১৫০ জন মানুষ। আহত হন প্রায় ছয় হাজার জন।