৯০ বছরের রীতি বদল! অসম বিধানসভায় জুম্মার নামায বিরতি বাতিলের সিদ্ধান্ত কার্যকর
- আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
- / 0
পুবের কলম, ওয়েব ডেস্কঃ ৯০ বছর ধরে চলে আসছিল রীতি। তবে এবার সেই রীতিতে বড় বদল আনা হলে অসমে। অসম রাজ্যের বিধানসভায় যুগ যুগ ধরে চলে আসা জুম্মার নমাযের বিরতি বাতিল করা হয়েছে। অসম বিধানসভা অধিবেশনে জুম্মার নমায পাঠের প্রচলিত দু’ঘণ্টার বিরতি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভায় গত অগস্টে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে খবর।
মুসলিম সাংসদরা যাতে সময়ে নমায পারেন, সেই কারণে জুম্মার নমাযের জন্য দুই ঘণ্টা সংসদের কার্যক্রম স্থগিত রাখা হত। তবে এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠ অসম বিধানসভার চলতি অধিবেশনে এই নিয়ম বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিষয় নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন ৷
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছিলেন যে, “এটি ১৯৩৭ সালে মুসলিম লীগের সৈয়দ সাদুল্লা কর্তৃক প্রবর্তিত একটি প্রথা ছিল এবং এই প্রথা বন্ধ করার সিদ্ধান্ত আসলে ঔপনিবেশিক ব্যবস্থাকে বাতিলের পদক্ষেপ।”
প্রসঙ্গত, গত অগাস্টে বিধানসভার শেষ অধিবেশনে এই বিরতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম। তাঁর দাবি, বিষয়টি সংখ্যাগরিষ্ঠের অজুহাতে সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া হল। তিনি বলেছেন, “বিধানসভায় প্রায় ৩০ জন মুসলিম বিধায়ক আছেন। আমরা এই পদক্ষেপের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছি। কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে এবং সেই ভিত্তিতেই এটা চাপিয়ে দিচ্ছে।”