ওড়িশা সরকারের তরফ থেকে রাজীব গান্ধী খেলরত্ন সম্মানের জন্য মনোনীত করা হল দ্যুতি চাঁদকে
- আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার
- / 2
পুবের কলম ওয়েবডেস্কঃ একটা সময় ছিল যখন তথাকথিত সমাজে মেয়েদের বিধিনিষেধ এর মধ্যে রাখা হতো, তাদের নিজেদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। আর আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা উড়ান দিয়েছে আকাশেও।সেরকমই এক পরিশ্রমী খেলোয়াড় হলেন দ্যুতি চাঁদ।ওড়িশা সরকারের তরফ থেকে তাকে এবার রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনীত করা হল। তবে এই পথ একেবারেই সহজ ছিল না তার জন্য।বছর দুয়েক আগে সমাজের ট্যাবু ভেঙে অ্যাথলিট দ্যুতি চাঁদ ঘোষণা করেছিলেন তিনি সমকামী। পাঁচ বছর ধরে এক তরুণীর সঙ্গে সমকামী সম্পর্কে আছেন।
তারপরেই তার জীবনে অনেক প্রতিকূলতা আসে।গত বছর পরিবারের বাকি সদস্যদেরও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এশিয়ান গেমসে) জোড়া পদকজয়ী অ্যাথলিট স্বাধীনভাবে বাঁচার অধিকারে সরব হয়েছিলেন। কিন্তু অনেকেই তা মেনে নেননি। তাই বারবার বাধার সম্মুখীন হন তিনি। শুধু তাই নয়, করোনার মধ্যে অর্থাভাবে শখ করে ৩০ লক্ষ টাকা দিয়ে কেনা বিএমডাবলু ৩ গাড়িটিও বিক্রি করতে হয়েছিল তাঁকে।কিন্তু তাও তিনি হার মানেন নি।নিজে যোগ্যতা অর্জন করে অলিম্পিকে যোগ্যতামান পেরিয়েছেন তিনি। আর সেই পরিশ্রমের ফলস্বরুপ খেলরত্ন পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত করা হল। টুইটারে দ্যুতি চাঁদ লেখেন, “খেলরত্নের জন্য আমায় মনোনীত করায় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েককে অশেষ ধন্যবাদ জানাই। এভাবেই আপনার আমায় আশীর্বাদ করবেন।