টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিন,পদকের লড়াইয়ে সানিয়া থেকে মীরাবাঈ চানু
- আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ শুরু হয়ে গিয়েছে টোকিও অলিম্পিকের মহারণ। ভারতীয় তীরন্দাজ দলের ফলাফল শুক্রবার যথেষ্ট হতাশাজনক। তবে ফের শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর থেকেই শুরু হয়ে যাবে পদকের লড়াই। আজ শুটিংয়ে ভারতের পদক জয়ের অন্যতম সেরা সম্ভাবনা
১০ মিটার এয়ার পিস্তলে সৌরভ চৌধুরী, ভারোত্তোলনে সেরা সম্ভাবনা মীরাবাঈ চানু। আজ মাঠছেন হকিতে ভারতীয় মহিলা হকি দল। টেনিসে
সানিয়া মির্জা,অঙ্কিতা রায়না।
টেবিল টেনিস :-
মহিলা ও পুরুষ সিঙ্গেলস রাউন্ড ১,সকাল ৫:৩০টা।
(সুতীর্থা মুখোপাধ্যায়ের,জি সাথিয়ান, শরথ কমল,মনিকা বাত্রা)
সকাল ৭:৪৫ মিক্সড ডাবলস রাউন্ড অফ ১৬।
(শরথ কমল /মনিকা বাত্রা)
শুটিং :-
১০ মিটার এয়ার রাইফেল মহিলা কোয়ালিফাইং রাউন্ড। কোয়ালিফাই করলে সেদিনকেই ফাইনাল।
(ভালারিভান,চান্ডেলা)
১০ মিটার এয়ার পিস্তল পুরুষ ,সকাল ৯:৩০, কোয়ালিফাইং রাউন্ড। কোয়ালিফাই করলে সেদিনকেই ফাইনাল।
(সৌরভ চৌধুরী, অভিষেক বর্মা)।
ভারোত্তোলন :-
৪৯ কেজি,মহিলা গ্রুপ ‘বি’,সকাল ৬:২০। কোয়ালিফাই করলে সেদিনকেই ফাইনাল সকাল ১০:২০।
(মীরাবাঈ চানু)
হকি :-
বিকেল ৫:১৫, ভারতীয় মহিলা দল বনাম নেদারল্যান্ডস।
সকাল ৬:৩০, ভারতীয় পুরুষ দল বনাম নিউজিল্যান্ড।
আর্চারি :-
সকাল ৬টা, মিক্সড দল এলিমিনেশান। কোয়ালিফাই করলে মেডেল ম্যাচ।
ব্যাডমিন্টন :-
সকাল ৯:৩০, পুরুষ সিঙ্গেলস। সাই প্রণীত বনাম জিলবারম্যান মিশা।
সকাল ৮:৫০, পুরুষ ডাবলস। স্বস্তিকরাজ রাঙ্কিরেড্ডি/চিরাগ শেট্টি বনাম লি ওয়াং/ওয়াং-চি-লিন।
জুডো :-
সুশীলা দেবী লিম্বারাম মহিলা ৪৮ কেজি কোয়ালিফাইং রাউন্ড। সকাল ৭:৩০ টা।
লন টেনিস :-
সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না মহিলা ডাবলস কোয়ালিফাইং রাউন্ড।