২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এক মহিলাকে হেনস্তা উত্তরপ্রদেশ পুলিশের, ভাইরাল ভিডিও

Sumana Puber Kalom
  • আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
  • / 1

কানপুর,১৮ জুলাই : আবারও শিরোনামে উত্তরপ্রদেশ,সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী এক মহিলার উপর উঠে দুই পা দিয়ে চেপে ধরে মারধর করছেন। এই ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠছে। ভাইরাল হওয়া ভিডিওটি উত্তরপ্রদেশের কানপুর দেহাতের ঘটনা৷
ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ অফিসারকে চিহ্নিত করা গিয়েছে৷ তিনি পুখরায়ন ফাঁড়ির আইসি মাহেন্দ্র প্যাটেল৷ স্থানীয় সূত্রে খবর, সুরজিৎ যাদব নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ সে সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ৷ কিন্তু এই পুলিশি অভিযানে পুখরায়ন ফাঁড়ির আইসি মাহেন্দ্র প্যাটেলের নেতৃত্বে চারজন কলস্টেবল ঘটনাস্থলে যায়৷ কিন্তু কোনও মহিলা পুলিশকর্মী আসেননি৷অন্যদিকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এই ঘটনার একটি ছবি টুইট করে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করেছেন। অখিলেশ যাদব এই ছবিটিকে টুইট করে লিখেছেন যে, ইউপিতে বিজেপি সরকারের কিছু পুলিশের দুর্ব্যবহারের কারণে রাজ্যের পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিজেপির শাসনে দুশাসনের অভাব নেই। জঘন্য! যদিও কানপুর দেহাতের এসপি বলেছেন যে “ছবিতে দেখানো মহিলা পুলিশ অফিসারের কলার ধরেছিল, যার কারণে সে সম্ভবত পড়ে গিয়েছিল এবং তাঁর সঙ্গে ফাঁড়ির ইনচার্জও পড়ে গিয়েছিল ।যদিও মহিলার অভিযোগ এবং ভাইরাল ছবি অন্য কথা বলছে।এ বিষয়ে আরও তদন্ত চলছে বলেও জানান দেহাতের এসপি।বর্তমানে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। অনেকেই ভিডিওটির স্ক্রিনশট ভাইরালও করছে।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক মহিলাকে হেনস্তা উত্তরপ্রদেশ পুলিশের, ভাইরাল ভিডিও

আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার

কানপুর,১৮ জুলাই : আবারও শিরোনামে উত্তরপ্রদেশ,সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী এক মহিলার উপর উঠে দুই পা দিয়ে চেপে ধরে মারধর করছেন। এই ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠছে। ভাইরাল হওয়া ভিডিওটি উত্তরপ্রদেশের কানপুর দেহাতের ঘটনা৷
ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ অফিসারকে চিহ্নিত করা গিয়েছে৷ তিনি পুখরায়ন ফাঁড়ির আইসি মাহেন্দ্র প্যাটেল৷ স্থানীয় সূত্রে খবর, সুরজিৎ যাদব নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ সে সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ৷ কিন্তু এই পুলিশি অভিযানে পুখরায়ন ফাঁড়ির আইসি মাহেন্দ্র প্যাটেলের নেতৃত্বে চারজন কলস্টেবল ঘটনাস্থলে যায়৷ কিন্তু কোনও মহিলা পুলিশকর্মী আসেননি৷অন্যদিকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এই ঘটনার একটি ছবি টুইট করে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করেছেন। অখিলেশ যাদব এই ছবিটিকে টুইট করে লিখেছেন যে, ইউপিতে বিজেপি সরকারের কিছু পুলিশের দুর্ব্যবহারের কারণে রাজ্যের পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিজেপির শাসনে দুশাসনের অভাব নেই। জঘন্য! যদিও কানপুর দেহাতের এসপি বলেছেন যে “ছবিতে দেখানো মহিলা পুলিশ অফিসারের কলার ধরেছিল, যার কারণে সে সম্ভবত পড়ে গিয়েছিল এবং তাঁর সঙ্গে ফাঁড়ির ইনচার্জও পড়ে গিয়েছিল ।যদিও মহিলার অভিযোগ এবং ভাইরাল ছবি অন্য কথা বলছে।এ বিষয়ে আরও তদন্ত চলছে বলেও জানান দেহাতের এসপি।বর্তমানে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। অনেকেই ভিডিওটির স্ক্রিনশট ভাইরালও করছে।