পিএসি-র চেয়ারম্যান মুকুল রায়

- আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে জল্পনার অবসান। বিধানসভার পিএসি চেয়ারম্যান হলেন মুকুল রায়। তিনি বিধানসভার গুরুত্বপূর্ণ এই কমিটির পদ পাবেন, এমন জোরালো জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের নাম ঘোষণা করেন। তারপরে প্রবল বিক্ষোভ দেখায় বিজেপি। বিধানসভার অধিবেশন বয়কট করেন। সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,’বিরোধী দলের তরফে পিএসি চেয়ারম্যান হন। সেই ঐতিহ্যকে ভাঙলেন অধ্যক্ষ মহোদয়। ভারতীয় জনতা পার্টির কোনও সদস্য বা সদস্যা মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি। তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। অডিয়ো-ভিডিয়ো সবাই দেখেছেন। আমাদের অশোক লাহিড়ীর নাম পাঠিয়েছিলেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা। সেটা প্রত্যাখ্যাত হয়েছে। কারণ সরকার চায় খরচ আমরা করব, হিসাব আমরা দেখব। এই সরকার ২০১৭ সাল থেকে ক্যাগের অডিট করেনি। ২০১২-১৩ সাল থেকে জিটিএ-র অডিট করেনি। খেলা-মেলায় টাকা খরচে বিরোধীরা বাধা না হতে পারে তাই এই সিদ্ধান্ত। অশোক লাহিড়ীর মতো ভোটে জিতে আসা সম্মানীয় অর্থনীতিবিদ ভুল গুলি যাতে ধরতে না পারেন, তাই মুকুল রায়কে মনোনীত করল।’