২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কায়রোতে শুরু গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা

Sumana Puber Kalom
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে শুক্রবার এই আলোচনা শুরু হয়। গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে গাজায় তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এরই মধ্যে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরাইলি কারাগারে থাকা প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে।

আজ শেষ হবে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। আলোচনার মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরাইল, কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কায়রোতে অবস্থান করছে। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে।

মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে, পূর্বে হওয়া সমঝোতার বাস্তবায়নের প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে গভীরভাবে আলোচনা শুরু করেছে। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ আজ শেষ হতে চলেছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সর্বশেষ বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চার জিম্মির দেহাবশেষ হস্তান্তর করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান।

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কায়রোতে শুরু গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে শুক্রবার এই আলোচনা শুরু হয়। গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে গাজায় তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এরই মধ্যে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরাইলি কারাগারে থাকা প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে।

আজ শেষ হবে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। আলোচনার মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরাইল, কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কায়রোতে অবস্থান করছে। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে।

মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে, পূর্বে হওয়া সমঝোতার বাস্তবায়নের প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে গভীরভাবে আলোচনা শুরু করেছে। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ আজ শেষ হতে চলেছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সর্বশেষ বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চার জিম্মির দেহাবশেষ হস্তান্তর করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান।