তৃতীয় ফ্রন্টের জল্পনা উস্কে রাহুল, প্রিয়াঙ্কা সহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন পিকে

- আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 2
পুবের কলম, ওয়েবডেস্ক: নজরে এবার ২০২৪-এর লোকসভা নির্বাচন। শুরু হয়ে গিয়েছে বিজেপি বিরোধী ফ্রন্টের ঘর গোছানোর কাজ। এমতাবস্থায় দিল্লিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপালও ছিলেন।
সূত্রের খবর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করা যেমন ছিল আলোচ্য বিষয়, পাশাপাশি পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ সামনে থাকা একাধিক রাজ্যের বিধানসভার নির্বাচনও ছিল আলোচ্য অ্যাজেন্ডায়।
উল্লেখ্য, এর আগে প্রশান্ত কিশোর দেখা করেছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে। বেশ কয়েক দফা বৈঠক হয় দুই জনের মধ্যে। তখন থেকেই জল্পনা শুরু হয়, এ বার কি তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদি বিরোধী মুখ হিসেবে বিরোধী দলগুলিকে এক সূত্রে গাঁথার কাজ করছেন প্রশান্ত কিশোর? মঙ্গলবারের বৈঠক সেই জল্পনাকে আরও একবার উস্কে দিল।