১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস

Abul Khayer
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
  • / 0

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের বড় দায়িত্ব পেলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হল তাঁকে।

ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং এই নিয়োগের অর্ডার প্রকাশ করেছে। ক্যাবিনেট কমিটির ছাড়পত্রের পরই এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি জানিয়েছে, এই অর্ডারের সঙ্গে সঙ্গে শক্তিকান্ত দাস প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হবেন। এর আগে পিকে মিশরা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর এই দায়িত্ব পেয়েছেন।

এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিং এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গেই কাজ করবেন আরবিআই’য়ের প্রাক্তন গভর্নর।

গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে শক্তিকান্ত দাসের কার্যকাল শেষ হয়েছে। গত প্রায় ছয় বছর ধরে এই পদে কাজ করেছেন ১৯৮০ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের প্রাক্তন এই আইএএস অফিসার। ২০১৮ সালের ডিসেম্বরে আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব পান তিনি।

দিল্লির অন্দরে কান পাতলেই শোনা যায়, শক্তিকান্ত দাস প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠতার কথা। শুধু তাই নয় আরবিআইয়ের গর্ভনর পদে তিন বছরের এক্সটেনশনও দেওয়া হয় তাঁকে। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্বে থাকাকালীন একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলান। এবার তাঁকেই নিজের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে বেছে নিলেন নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, শক্তিকান্ত দাস দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলেন এবং মাস্টার ডিগ্রি করেছিলেন। এরপর বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেছেন।

শক্তিকান্ত দাসের চার দশকেরও বেশি সময় ধরে কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ফাইনান্স, কর সংক্রান্ত, ইন্ডাস্ট্রি, পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে কখনও রাজ্য সরকারের হয়ে তো আবার কখনও কেন্দ্রের হয়ে কাজ করেছেন।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের বড় দায়িত্ব পেলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হল তাঁকে।

ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং এই নিয়োগের অর্ডার প্রকাশ করেছে। ক্যাবিনেট কমিটির ছাড়পত্রের পরই এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি জানিয়েছে, এই অর্ডারের সঙ্গে সঙ্গে শক্তিকান্ত দাস প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হবেন। এর আগে পিকে মিশরা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর এই দায়িত্ব পেয়েছেন।

এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিং এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গেই কাজ করবেন আরবিআই’য়ের প্রাক্তন গভর্নর।

গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে শক্তিকান্ত দাসের কার্যকাল শেষ হয়েছে। গত প্রায় ছয় বছর ধরে এই পদে কাজ করেছেন ১৯৮০ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের প্রাক্তন এই আইএএস অফিসার। ২০১৮ সালের ডিসেম্বরে আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব পান তিনি।

দিল্লির অন্দরে কান পাতলেই শোনা যায়, শক্তিকান্ত দাস প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠতার কথা। শুধু তাই নয় আরবিআইয়ের গর্ভনর পদে তিন বছরের এক্সটেনশনও দেওয়া হয় তাঁকে। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্বে থাকাকালীন একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলান। এবার তাঁকেই নিজের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে বেছে নিলেন নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, শক্তিকান্ত দাস দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলেন এবং মাস্টার ডিগ্রি করেছিলেন। এরপর বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেছেন।

শক্তিকান্ত দাসের চার দশকেরও বেশি সময় ধরে কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ফাইনান্স, কর সংক্রান্ত, ইন্ডাস্ট্রি, পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে কখনও রাজ্য সরকারের হয়ে তো আবার কখনও কেন্দ্রের হয়ে কাজ করেছেন।