২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পুদুচেরিতে একসঙ্গে করোনা আক্রান্ত ২০টি শিশু, ভর্তি হাসপাতালে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুদুচেরিতে একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছে ২০টি শিশু। বৃহস্পতিবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আগেই জানিয়েছিল তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত  হওয়ার  সম্ভাবনা  সবচেয়ে বেশি। পুদুচেরিতে একসঙ্গে  ২০ জন শিশু  আক্রান্ত  হওয়ায়  স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে আতঙ্ক।

কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কর্তা এস মোহন কুমার জানিয়েছেন, আক্রান্ত শিশুগুলিকে ইন্দিরা গান্ধী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। কোন কোন বয়সি শিশু আক্রান্ত হয়েছে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় পুদুচেরিতে ১০৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন এক ৭৩ বছরের বৃদ্ধা। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১ লক্ষ ২০ হাজার জন কোভিডের কবলে পড়েছেন।

এরই মধ্যে হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানিয়ে দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। যদিও তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুদুচেরিতে একসঙ্গে করোনা আক্রান্ত ২০টি শিশু, ভর্তি হাসপাতালে

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুদুচেরিতে একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছে ২০টি শিশু। বৃহস্পতিবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আগেই জানিয়েছিল তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত  হওয়ার  সম্ভাবনা  সবচেয়ে বেশি। পুদুচেরিতে একসঙ্গে  ২০ জন শিশু  আক্রান্ত  হওয়ায়  স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে আতঙ্ক।

কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কর্তা এস মোহন কুমার জানিয়েছেন, আক্রান্ত শিশুগুলিকে ইন্দিরা গান্ধী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। কোন কোন বয়সি শিশু আক্রান্ত হয়েছে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় পুদুচেরিতে ১০৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন এক ৭৩ বছরের বৃদ্ধা। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১ লক্ষ ২০ হাজার জন কোভিডের কবলে পড়েছেন।

এরই মধ্যে হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানিয়ে দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। যদিও তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।