রমযানের চাঁদ দেখতে জোর প্রস্তুতি, কবে থেকে রোযা! আজ জানাবে সউদি
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 0
রিয়াদ, ২৮ ফেব্রুয়ারি: রমযানের চাঁদ দেখা জোর তৎপরতা শুরু হয়েছে সউদি আরবে। মনে করা হচ্ছে, শুক্রবারই (২৮ ফেব্রুয়ারি) দেখা মিলতে পারে চাঁদের। এদিন সন্ধ্যায় বৈঠকে বসবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁদের দেখা মিললে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার চাঁদ দেখা গেলে রোযা শুরু হবে শনিবার, অর্থাৎ ১ মার্চ। যদি চাঁদের দেখা না মেলে তবে ২ ফেব্রুয়ারি, রবিবার রোযা শুরু হবে। ইতিমধ্যে সউদি আরবে আজই পবিত্র রমযানের চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রমযানের চাঁদ দেখা গেলে, রাতে তারাবির নামায শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামায পরে রমযানের চাঁদ না দেখা যায়, তাহলে সউদিতে রবিবার থেকে পবিত্র রমযান মাস শুরু হবে। এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলি একদিন পর ভারত, বাংলাদেশ পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমযান শুরু হয়। আল মানার ইসলামিক সেন্টারের খতীব এবং নরওয়ের মসজিদের ইমাম শেখ আয়াজ হাউসি বলেন, “ইসলামী রীতিনীতিতে রমযান, ঈদুল ফিতর এবং হজের শুরু নির্ধারণের জন্য চাঁদ দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়।”