২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আলুতে নূন্যতম সহায়ক মূল্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sumana Puber Kalom
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্ক: এবার আলুচাষিদের পাশে রাজ্য সরকার।মঙ্গলবার নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আলুর নূন্যতম সহায়ক মূল্য কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা করা হল। এদিন সাংবাদিক বৈঠক করে ডিভিসিকে তোপ দাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে অকাল বৃষ্টির জেরেই ব্য়াপক ক্ষতি হয়েছে ফসলের।

উল্লেখ্য, ডিভিসির জলে হাওড়া-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে। মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে সেই ইস্যুতেই সোচ্চার হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জানান, ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে। রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড তৈরি করেছে। এখানেই শেষ নয়, আলুচাষিদের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্ট্যালে ৯০০ টাকা করা হয়েছে । এতে চাষিরা খানিকটা হলেও সুবিধা পাবেন বলেই মনে করছে রাজ্যে।

 

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলুতে নূন্যতম সহায়ক মূল্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: এবার আলুচাষিদের পাশে রাজ্য সরকার।মঙ্গলবার নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আলুর নূন্যতম সহায়ক মূল্য কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা করা হল। এদিন সাংবাদিক বৈঠক করে ডিভিসিকে তোপ দাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে অকাল বৃষ্টির জেরেই ব্য়াপক ক্ষতি হয়েছে ফসলের।

উল্লেখ্য, ডিভিসির জলে হাওড়া-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে। মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে সেই ইস্যুতেই সোচ্চার হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জানান, ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে। রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড তৈরি করেছে। এখানেই শেষ নয়, আলুচাষিদের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্ট্যালে ৯০০ টাকা করা হয়েছে । এতে চাষিরা খানিকটা হলেও সুবিধা পাবেন বলেই মনে করছে রাজ্যে।