গুরু পূর্ণিমায় গৌতম বুদ্ধকে স্মরণ করে তাঁর দেখানো পথে দেশবাসীকে চলার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

- আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছরের মতো এবছরেও জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে করোনা ভাইরাসের সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানব জাতি এক চরম সংকটের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে ভগবান বুদ্ধ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।
শনিবার গুরু পূর্ণিমা উপলক্ষ্যে একটি টেলিভিশন অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে মোদি বলেন, সকলের একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে এক কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। গৌতম বুদ্ধের শিক্ষা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। তাঁর দেখানো পথে হেঁটেই, কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে।
গুরু পূর্ণিমায় গৌতম বুদ্ধে প্রতি শ্রদ্ধা নিবেদন করে নরেন্দ্র মোদি বলেন, গৌতম বুদ্ধের দেখানো পথ মানব জীবনে আদর্শ। তিনিই আমাদের দুঃখ সম্পর্ক অবগত করে জানিয়েছিলেন, কিভাবে তার থেকে জেতা সম্ভব। এই ভাবেই জীবনের বীজমন্ত্র বুনেছিলেন বুদ্ধদেব। প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর এই সময় নিজেদের গুরুদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের প্রতি অন্তরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের দেখানো পথ অনুসরণ করা উচিৎ।