নয়া উদ্যোগ, কলার টিউনে ‘বাংলার যুবরাজ অভিষেকে’র জয়জয়কার

- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্কঃ একুশের নির্বাচনে দলের একনিষ্ঠ সৈনিক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখ বন্ধ করে তাঁর উপর ভরসা রেখেছিলেন দলের কোচ কাম ক্যাপ্টেন মমতা বন্দ্যেপাধ্যায়। বিরোধীদের আক্রমণ সামলে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন তিনি। এবার সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের নয়া ইনিংস সাজানোর বড় দায়িত্ব পালন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ভূমিকাকে কুর্নিশ জানিয়ে নতুন গান বেঁধেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এবার সেই গান দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করল তৃণমূল ‘বাংলার যুবরাজ’ গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার সেই গানটিকে কলার টিউনও বানানো যাবে। যে কোনও নেটওয়ার্ক ইউজাররাই কলার টিউন হিসেবে পাবেন গানটি। সেক্ষেত্রে এই কোডটি ব্যবহার করতে হবে-৫৩৭১২৫৪৫৩১৫। এছাড়া Jio Saavan App এবং Airtel WYNK Music অ্যাপ থেকেও কলার টিউন বানানো যেতে পারে গানটিকে।